এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের বৃত্তির সুযোগ

মানুষ মানুসের জন্য ফাউন্ডেশন থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি

বাংলাদেশে ১২টি শিক্ষা কর্মসূচির আওতায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন দেশের বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করে আসছে। এবারে এসএসসি/সমমান উত্তীর্ণঅর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য ‘HSC Bridging Stipend 2025’ ঘোষণা করা হয়েছে। অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

 

আবেদনের যোগ্যতা:

শিক্ষা স্তর

বিভাগ

শহর ন্যূনতম জিপিএ (এসএসসি/সমমান)

গ্রামভিত্তিক ন্যূনতম জিপিএ (এসএসসি/সমমান)

এসএসসি / সমমান

মানবিক / বাণিজ্য

   

সিটি কর্পোরেশন এলাকা

 

৫.০০

 

জেলা শহর

 

৪.৫০

 

গ্রামীণ / অত্রাঞ্চল এলাকা

   

৪.০০

এসএসসি / সমমান

বিজ্ঞান

   

সিটি কর্পোরেশন এলাকা

 

৫.০০

 

জেলা শহর

 

৪.৮০

 

গ্রামীণ / অত্রাঞ্চল এলাকা

   

৪.৫০

 এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন

আবেদন গ্রহণের সময়সূচি:

  • প্রাথমিক আবেদন শুরু: ১২ জুলাই ২০২৫
  • প্রাথমিক আবেদন শেষ: কলেজে ভর্তি হওয়ার দিন পূর্বে
  • চূড়ান্ত আবেদন শেষ: কলেজে ভর্তি হওয়ার দিন পূর্বে

 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাসমূহ:

১. উচ্চ মাধ্যমিক ১ম বর্ষে ভর্তি ফি প্রদান, পরীক্ষার ফি ও বোর্ড রেজিস্ট্রেশন ফি প্রদান।
২. মাসিক ভিত্তিতে নির্দিষ্ট হারে টিউশন ফি ও প্রয়োজন অনুসারে শিক্ষা উপকরণ সহায়তা।
৩. ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় অতিরিক্ত বিশেষ সহায়তা।

 

 এসএসসি বৃত্তি আবেদন ফর্ম

প্রাথমিক আবেদনের লিংক:

 

বিশেষ কথা

  • শিক্ষার্থীদের অবশ্যই নিজের সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।
  • তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।
  • শিক্ষার্থীকে সরকার অনুমোদিত কলেজে ভর্তি হতে হবে।
  •  কলেজে ভর্তি না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • ফাউন্ডেশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

দিকনির্দেশনা:

  • দরিদ্র, এতিম ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা হবে।
  • কলেজে ভর্তি হওয়ার কমপক্ষে দিন আগে ফাইনাল আবেদন সম্পন্ন করতে হবে।
2 thoughts on “এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন চলছে”
  1. স্যার আমার পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ
    তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply to Tuhin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *