এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের বৃত্তির সুযোগ
মানুষ মানুসের জন্য ফাউন্ডেশন থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি
বাংলাদেশে ১২টি শিক্ষা কর্মসূচির আওতায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করে আসছে। এবারে এসএসসি/সমমান উত্তীর্ণ ও অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য ‘HSC Bridging Stipend 2025’ ঘোষণা করা হয়েছে। অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা:
শিক্ষা স্তর |
বিভাগ |
শহর ন্যূনতম জিপিএ (এসএসসি/সমমান) |
গ্রামভিত্তিক ন্যূনতম জিপিএ (এসএসসি/সমমান) |
এসএসসি / সমমান |
মানবিক / বাণিজ্য |
||
সিটি কর্পোরেশন এলাকা |
৫.০০ |
||
জেলা শহর |
৪.৫০ |
||
গ্রামীণ / অত্রাঞ্চল এলাকা |
৪.০০ |
||
এসএসসি / সমমান |
বিজ্ঞান |
||
সিটি কর্পোরেশন এলাকা |
৫.০০ |
||
জেলা শহর |
৪.৮০ |
||
গ্রামীণ / অত্রাঞ্চল এলাকা |
৪.৫০ |
এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন
আবেদন গ্রহণের সময়সূচি:
- প্রাথমিক আবেদন শুরু: ১২ জুলাই ২০২৫
- প্রাথমিক আবেদন শেষ: কলেজে ভর্তি হওয়ার ৭ দিন পূর্বে
- চূড়ান্ত আবেদন শেষ: কলেজে ভর্তি হওয়ার ৮ দিন পূর্বে
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাসমূহ:
১. উচ্চ মাধ্যমিক ১ম বর্ষে ভর্তি ফি প্রদান, পরীক্ষার ফি ও বোর্ড রেজিস্ট্রেশন ফি প্রদান।
২. মাসিক ভিত্তিতে নির্দিষ্ট হারে টিউশন ফি ও প্রয়োজন অনুসারে শিক্ষা উপকরণ সহায়তা।
৩. ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় অতিরিক্ত বিশেষ সহায়তা।
এসএসসি বৃত্তি আবেদন ফর্ম
প্রাথমিক আবেদনের লিংক:
বিশেষ কথা
- শিক্ষার্থীদের অবশ্যই নিজের সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।
- তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।
- শিক্ষার্থীকে সরকার অনুমোদিত কলেজে ভর্তি হতে হবে।
- কলেজে ভর্তি না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
- ফাউন্ডেশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
দিকনির্দেশনা:
- দরিদ্র, এতিম ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা হবে।
- কলেজে ভর্তি হওয়ার কমপক্ষে ৮ দিন আগে ফাইনাল আবেদন সম্পন্ন করতে হবে।
আমি 4.67 পেয়েছি।আমার বাবা একজন দারিদ্র্য কৃষক। আমার 5 বোন 1 ভাই।
আমি ৪.৯৪ পেয়েছি। আমার বাবা ২০১৯ সালে মারা গেছেন।
Sir Ami GPA-5 faisi manobik teke
Ami science theke 4.94 paichi Amar father ekjon driver
আমি ৪.৯৪ পেয়েছি। আমার বাবা ২০১৯ সালে মারা গেছেন। আর্থিক সাহায্য হলে ভালো হতো।
আবেদন করার সম্পূর্ণ গাইডলাইন আমরা দিয়ে দিয়েছি। অনুগ্রহ করে সেগুলো ভালো করে পড়ে এরপর আবেদন করো। ইনশআল্লাহ তুমি সিলেক্টেড হবে।
আমি ৪. ৮৯ পেয়েছি। আমার বাবা একজন দরিদ্র কৃষক
আমি ৪. ৮৯ পেয়েছি। আমার বাবা একজন দরিদ্র কৃষক
আবেদন করার সম্পূর্ণ গাইডলাইন আমরা দিয়ে দিয়েছি। অনুগ্রহ করে সেগুলো ভালো করে পড়ে এরপর আবেদন করো। ইনশআল্লাহ তুমি সিলেক্টেড হবে।
Amr point 5.00 ami ki pabo Commerce teke
আমি ৪.৬১ পেয়েছি। আমার বাবা একজন রিকশা চালক। আমরা ৫ ভাই বোন। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। তার জন্য আপনাদের সহযোগীতা কামনা করছি।
Ami 4:78 peachi ami baba ak jon babshei chilen akhon unkr babsha tamon vlo chol se na
স্যার আমার পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ
তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।
স্যার আমার পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।
আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছি। আমার পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।
আবেদন করার সম্পূর্ণ গাইডলাইন আমরা দিয়ে দিয়েছি। অনুগ্রহ করে সেগুলো ভালো করে পড়ে এরপর আবেদন করো। ইনশআল্লাহ তুমি সিলেক্টেড হবে।
আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছি। আমরা তিন বোন।বাবা মা দুজনেই অসুস্থ। পারিবারিক আর্থিক অবস্থা ভালো না। আপনাদের সহযোগিতা পেলে ভালো হতো।
আবেদন করার সম্পূর্ণ গাইডলাইন আমরা দিয়ে দিয়েছি website এ । অনুগ্রহ করে সেগুলো ভালো করে পড়ে এরপর আবেদন করো। ইনশআল্লাহ তুমি সিলেক্টেড হবে।
আমি ৪. ৮৯ পেয়েছি। আমার বাবা একজন দরিদ্র কৃষক
আসসালামু আলাইকুম
আমার নাম মনিজা। বাবার নাম মনজুরুলইসলাম। মায়ের নাম নাসিমা বেগম। আমরা চার ভাই-বোন। তাদের মধ্যে আমি বড়ো। আমি ২০২৫ সালের ssc পরিক্ষায় GPA- 5 peyeci, কয়েক মাস আগে আমার বাবার একটা এক্সিডেন হয়, যার ফলে আমার পড়াশুনার খরচ দিতে অনেক কষ্ট হয় আমার বাবার। আপনারা যদি আমায় একটু সহযোগিতা করেন তাহলে আমার ভবিষ্যৎ জীবন টা সুন্দর হয়ে উঠবে
আমি গ্রামের আব্বু কৃষি কাজ করেন অনেক কষ্ট করে আমার পড়াশুনার খরচ চালাতে হয় ওনার। ঐসব সমস্যার কারণে অনেক সময় আমাকে বিয়ে দেয়ার কথাও ভাবে। আপনাদের সহযোগিতা পেলে হয়ত একদিন এই দেশের একজন ভালো এবং সৎ মানুষ হয়ে উঠে দাঁড়াতে পারবো। আশা করি আমাকে এখানে সিলেক্ট করা হবে ।
4.81আমি পেয়েছি আমার বাবা একজন কৃষক
আমার বাবা একজন কৃষক। আমি এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫.০০ পেয়েছি। আমি পড়ালেখা করতে চাই । কিন্তু স্বল্প আয়ের কারণে আমার বাবা আমার পড়ালেখা চালাতে পারে না। এমনকি পরিবারের অভাবও পূর্ণ হয় না। আমার পরিবার আমায় নিয়ে যে স্বপ্ন দেখে তা আমি পূর্ণ করতে চাই। তাই আপনাদের সহযোগিতা পেলে আমার পরিবার এবং আমার জন্য অনেক সহজ হয় । তাই আশা রাখছি, আমাকে এখানে সিলেক্ট করা হবে।
আমি জিপিএ ৪.৬১ পেয়েছি।আমার বাবা একজন রিকশা চালক। আমরা ৫ ভাই বোন। আমাদের আর্থিক অবস্থা খুব খারাব।তাই আপনাদের সহযোগীতা কামনা করছি।
আমি এসএসসি পরিক্ষায় ৪.৫০ পেয়েছি। আমার বাবা একজন কৃষক আমার বাবার পক্ষে এখন আমার খরচ চালোনো সম্ভব না। কারন আমার বাবা একজন গরিব কৃষক। য়দি আমি এটা পাই তাহলে আমার অনেক উপকার হবে।
আবেদনের লিংক টা কোথায়?
Ami 4.11 paichi ami ki pabo..amr 3 bon 1 bhai..amr baba mara gechen..apnader sohayota chacchi
Ami science theke 4.61 peyechi.
আসসালামু আলাইকুম । আমার নাম মোঃ হেলাল উদ্দিন
আমি গ্রামের একজন মেধাবী শিক্ষার্থী। কিন্তু আমি ছোট থেকে কোন দিন কোনো উপবৃত্তি পাইনি। আমার লেখা পড়ার জন্য একটা উপবৃত্তি আমার খুব দরকার। আমার বাবা একজন কৃষক।
আমি গ্রামের একজন মেধাবী শিক্ষার্থী। কিন্তু আমি ছোট থেকে কোন দিন কোনো উপবৃত্তি পাইনি। আমার লেখা পড়ার জন্য একটা উপবৃত্তি আমার খুব দরকার। আমার বাবা একজন কৃষক। আমার এসএসসি ফলাফল জিপিএ ফাইভ ।আর নাম্বারও ভালো।