এসএসসি ২০২৫ ব্যাচের জন্য উপবৃত্তির সুখবর!
২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ একটি সুসংবাদ এসেছে। শিক্ষা বোর্ড ঘোষণা দিয়েছে – এসএসসি ২০২৫ ব্যাচের মেধাবী শিক্ষার্থীরা পাবে সর্বমোট ১৬,২০০ টাকা উপবৃত্তি, তবে সবাই নয়, শুধুমাত্র যোগ্য শিক্ষার্থীরাই এই সুযোগ পাবে।
কাদের দেওয়া হবে এই বৃত্তি?
যারা নিয়মিত পরীক্ষার্থী এবং
সর্বনিম্ন GPA ৩.০০ অর্জন করেছে,
সর্বোচ্চ GPA ৫.০০ প্রাপ্তদের মধ্য থেকে মেধাবৃত্তি (Talent Pool) এবং
সাধারণ গ্রেডে (General Grade) যারা আছে তারাও এই সুবিধা পাবে।
এসএসসি ২০২৫ উপবৃত্তি
শিক্ষা বোর্ড জানায়, বৃত্তির জন্য আলাদা করে কোন আবেদন করতে হবে না। রেজাল্টের ভিত্তিতে বোর্ড নিজেই একটি তালিকা তৈরি করে দেবে।
বৃত্তির সুবিধাসমূহঃ
মেধাবৃত্তি (Talent Pool):
- প্রতি মাসে ৬০০ টাকা, বছরে = ৭,২০০ টাকা
- বছর শেষে অতিরিক্ত ৯০০ টাকা
➡ মোট = ৮,১০০ টাকা/বছর
➡ দুই বছরে = ১৬,২০০ টাকা
সাধারণ বৃত্তি (General Grade):
- প্রতি মাসে ৩৫০ টাকা
- বছর শেষে অতিরিক্ত অর্থ
➡ মোট পরিমাণও উল্লেখযোগ্য (মেধাবৃত্তির চেয়ে কিছুটা কম)
কলেজে বিনামূল্যে পড়াশোনার সুবিধা
যেসব শিক্ষার্থী এই উপবৃত্তি পাবে, তারা সরকারি অনুমোদিত কলেজে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। কোনো কলেজ তাদের নিকট থেকে মাসিক বেতন দাবি করলে, সেই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃত্তিপ্রাপ্তদের পড়াশোনা হবে একদম ফ্রিতে।
বৃত্তির তালিকা প্রকাশ কীভাবে জানবে?
রেজাল্ট প্রকাশের কিছুদিন পর বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সেইসাথে, তোমাদের প্রিয় “Always Update” চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
তোমার নাম, রোল নম্বর এবং প্রতিষ্ঠান মিলিয়ে দেখে নিতে পারবে তুমি বৃত্তিপ্রাপ্তদের তালিকায় আছো কি না।
উপবৃত্তি পাবো কিভাবে
এই বৃত্তির জন্য কোনো আবেদন করতে হবে না। রেজাল্টের ওপর ভিত্তি করেই অটোমেটিক্যালি বৃত্তির তালিকায় নাম আসে। তাই এখন থেকে আর দুশ্চিন্তা নয়। চোখ রাখো Always Update-এর প্রতিটি ভিডিও, পোস্ট ও ঘোষণায়।
তুমি যদি যোগ্য হও, ইনশাআল্লাহ তোমার নাম বৃত্তির তালিকায় থাকবেই।
My result GPA 5:00
আমি এসএসসি পরীক্ষায় ৪.৫০ পেয়েছি। আৃার বাবা একজন কৃষক। আমার বাবার পক্ষে এখন আমার খরচ চালানো সম্ভব না। য়দি আমি এই সাহায্য টা পাই তাহলে আমার অনেক উপকার হবে।
I’m a examine of 2025 ssc. My result is 4.24. Can I get this opportunity.
Ami ssc 2025 e exam dici . Amar GPA 5 acce total number 1146 . Amader artik obosta onek karap. Amra 3bon 2bhai hoyar karone Amar abbur pokke amader koros chalano koshto hoiye jacce. Please e bitti ta amake din e bitti ta Pele Ami Amar study chalai jete parbo . Please amader moto gorib der help koron 🥺🥺
আমার পয়েন্ট অল্প হলেও আমার পরিবার গরিব খুব
আমি জিপিএ 5 পেয়েছি আমার বাবা একজন গাড়ি চালক তার পক্ষে আমার পড়াশোনার পুরো খরচ চালানো সম্ভব না তাই আমার এই বৃত্তি খুব দরকার
ভাইয়া আমার বাবা একজন রিকশা চালক আমাদের পরিবার চালাইতে আমার বাবার খুব কষ্ট হয় এজন্য আমি ডাচ বাংলা ব্যাংককে শিক্ষা বৃত্তি খুবই দরকার না হলে আমি পড়াশোনা করতে পারবোনা
আমি এসসি যে ৫.০০ পেয়েছি।
আমরা ৪ বোন।৪ জন ই পড়ালেখা করে। আমার বাবার ঔষধের দোকান আছে। আমি যদি এই সুবিধাটা পাই আমার জন্য ভালো হবে।
4.11 a ki britti ashbe??
আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬৭পেয়েছি।আমি খুবই দরিদ্র পরিবার থেকে পড়াশোনা করছি। আমার বাবা একজন দিন মজুরি। আমরা ৩ বোন। আমার পরিবার এ আমার বাবা ছাড়া কাজ করার মতো আর কেউ নেই। এই অবস্থায় আমার বাবা আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছে না।আমাকে এই বৃওি দিয়ে সাহায্য করলে আমি আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার আশা করতে পারি। যা আমাকে একটা সুন্দর ভবিষ্যৎ এনে দিতে পারে। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।আশা করি আশাটা আপনাদের এবং আল্লাহ তায়ালা এর ইচ্ছে পূরণ করতে পারবো। আসসালামু আলাইকুম।
আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5.00 পেয়েছি। আমার বাবা গার্মেন্টসে চাকরি করত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার কাজ চলে গেছে 6 মাস হলো। আর তার অনেক বয়স হওয়ায় অন্য কোথাও কোন কাজও পাচ্ছে না। আমার ছোট এক ভাই ও এক বোন রয়েছে। তাদের ও আমার পড়াশোনার খরচ চালাতে আমার বাবার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ছে।আর আমিই ভাই-বোনদের ভিতরে বড়। আমাকে যদি এই সাহায্যটা দেওয়া হতো তাহলে আমার পরিবার ও আমার জন্য খুবই উপকার হতো।
Rafa
আমি এইচএসসি পরীক্ষায় 4.50 পেয়েছি। আমরা খুবই দরিদ্র মধ্যবিত্ত পরিবার। আমার বাবার একা হাতে আমাদের ফ্যামিলির সকলের খরচ চলে। এখন এই মুহূর্তে আমি যদি ডাচ-বাংলা ব্যাংক কর্তৃক যে উপবৃত্তি এইটে পাই তাহলে আমার পরিবারের দিক থেকে ও আমার পড়ালেখার দিক থেকে অনেক উপকার হবে।
আমি এসএসসি পরীক্ষার GPA 5 পাইছি । আমার বাবা একজন কৃষক।
তাই আমাদের খরচ চালাতে তার অনেক কষ্ট হয় ।
এর জন্য আমার এই উপবৃত্তি খুব প্রয়োজন।
দয়া করে আমাকে উপবৃত্তি প্রদান করবেন 🙏
আমি এসএসসি পরীক্ষায় ৪.৩৯ পেয়েছি
I passed my ssc exam
আমার বাবা একজন কৃষক , আমার তিন ভাই, আমার বাবা একায় উপার্জন করে , আমাদের লেখাপড়া খরচ এবং পরিবারের খরচ চালানো অনেক কষ্ট কর হয়ে উঠে ,তাই এই উপরিউক্ত বিষয়টি আপনাদের মুর্জি হয়।
Thanks
Ssc 2025
আমি এইচএসসি পরীক্ষায় 4.50 পেয়েছি। আমরা খুবই দরিদ্র মধ্যবিত্ত পরিবার। আমার বাবার একা হাতে আমাদের ফ্যামিলির সকলের খরচ চলে। এখন এই মুহূর্তে আমি যদি ডাচ-বাংলা ব্যাংক কর্তৃক যে উপবৃত্তি এইটে পাই তাহলে আমার পরিবারের দিক থেকে ও আমার পড়ালেখার দিক থেকে অনেক উপকার হবে।
Ami Science ar student, amar result 3. 78. Amar upobitti ta khub proyojon 😔.plz help me 🥹
My result GPA 5:00
Rafa
আমি এসএসসি পরীক্ষার GPA 5 পাইছি।
আমার বাবা একজন কৃষক।
তাই তার আমার পড়াশোনার খরচ চালাতে কষ্ট হয়। এজন্য আমার এই উপবৃত্তি খুব প্রয়োজন।
Rafa1234
Rafa1234
Ami ebar SSC exam dici
আমার পয়েন্ট ৩:৬৩ আমার কি উপবৃত্তি টি পাবো ? আমার বাবা একজন সাধারণ ব্যবসা করে,,আমার বাবার পক্ষে আমাদের খরচ বহন করতে কষ্ট হয় ,তাই যদি উপবৃত্তি টি পাই তাহলে আমরা অনেক উপকৃত হবো
Good
I am a ssc examines of 2025 from science group.
And I get GPA 5. 00
My family is very poor. I live in a village in keshobpur, Jeshore
Please help me,, ,,,,,
আমি এইচএসসি পরীক্ষায় 4.50 পেয়েছি। আমরা খুবই দরিদ্র মধ্যবিত্ত পরিবার। আমার বাবার একা হাতে আমাদের ফ্যামিলির সকলের খরচ চলে। এখন এই মুহূর্তে আমি যদি ডাচ-বাংলা ব্যাংক কর্তৃক যে উপবৃত্তি এইটে পাই তাহলে আমার পরিবারের দিক থেকে ও আমার পড়ালেখার দিক থেকে অনেক উপকার হবে।
আমি গ্রামীন এলাকা থেকে ৪.৬১ পেয়েছি।আমার বাবা কৃষক। এই উপবৃত্তি পেলে উপকৃত হবো
Ami Science ar student, amar result 3. 78. Amar upobitti ta khub proyojon 😔.plz help me 🥹