এসএসসি ২০২৫ ব্যাচের জন্য উপবৃত্তির সুখবর!

২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ একটি সুসংবাদ এসেছে। শিক্ষা বোর্ড ঘোষণা দিয়েছে – এসএসসি ২০২৫ ব্যাচের মেধাবী শিক্ষার্থীরা পাবে সর্বমোট ১৬,২০০ টাকা উপবৃত্তি, তবে সবাই নয়, শুধুমাত্র যোগ্য শিক্ষার্থীরাই এই সুযোগ পাবে।

কাদের দেওয়া হবে এই বৃত্তি?

যারা নিয়মিত পরীক্ষার্থী এবং
সর্বনিম্ন GPA .০০ অর্জন করেছে,
সর্বোচ্চ GPA .০০ প্রাপ্তদের মধ্য থেকে মেধাবৃত্তি (Talent Pool) এবং
সাধারণ গ্রেডে (General Grade) যারা আছে তারাও এই সুবিধা পাবে।

 এসএসসি ২০২৫ উপবৃত্তি

শিক্ষা বোর্ড জানায়, বৃত্তির জন্য আলাদা করে কোন আবেদন করতে হবে না। রেজাল্টের ভিত্তিতে বোর্ড নিজেই একটি তালিকা তৈরি করে দেবে।

বৃত্তির সুবিধাসমূহঃ

মেধাবৃত্তি (Talent Pool):

  • প্রতি মাসে ৬০০ টাকা, বছরে = ৭,২০০ টাকা
  • বছর শেষে অতিরিক্ত ৯০০ টাকা
    মোট = ,১০০ টাকা/বছর
    দুই বছরে = ১৬,২০০ টাকা

সাধারণ বৃত্তি (General Grade):

  • প্রতি মাসে ৩৫০ টাকা
  • বছর শেষে অতিরিক্ত অর্থ
    মোট পরিমাণও উল্লেখযোগ্য (মেধাবৃত্তির চেয়ে কিছুটা কম)

 

কলেজে বিনামূল্যে পড়াশোনার সুবিধা

যেসব শিক্ষার্থী এই উপবৃত্তি পাবে, তারা সরকারি অনুমোদিত কলেজে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। কোনো কলেজ তাদের নিকট থেকে মাসিক বেতন দাবি করলে, সেই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃত্তিপ্রাপ্তদের পড়াশোনা হবে একদম ফ্রিতে

 

বৃত্তির তালিকা প্রকাশ কীভাবে জানবে?

রেজাল্ট প্রকাশের কিছুদিন পর বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সেইসাথে, তোমাদের প্রিয় “Always Update” চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

তোমার নাম, রোল নম্বর এবং প্রতিষ্ঠান মিলিয়ে দেখে নিতে পারবে তুমি বৃত্তিপ্রাপ্তদের তালিকায় আছো কি না।

 উপবৃত্তি পাবো কিভাবে

এই বৃত্তির জন্য কোনো আবেদন করতে হবে না। রেজাল্টের ওপর ভিত্তি করেই অটোমেটিক্যালি বৃত্তির তালিকায় নাম আসে। তাই এখন থেকে আর দুশ্চিন্তা নয়। চোখ রাখো Always Update-এর প্রতিটি ভিডিও, পোস্ট ও ঘোষণায়।

তুমি যদি যোগ্য হও, ইনশাআল্লাহ তোমার নাম বৃত্তির তালিকায় থাকবেই।

 

One thought on “সুখবর ! ১৬,২০০ টাকা বৃত্তি পাবে এসএসসি ২০২৫ পাশকৃত শিক্ষার্থীরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *