SSC 2025 শিক্ষার্থীদের জন্য ৪ বৃত্তির সুযোগ

এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের জন্য ৪টি গুরুত্বপূর্ণ উপবৃত্তি, আবেদনের নিয়ম, আবেদন যোগ্যতা, ও সুবিধা:

এসএসসি ২০২৫ ব্যাচের ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে-কী ধরনের শিক্ষাবৃত্তি বা উপবৃত্তি পাওয়া যাবে, কবে ও কিভাবে আবেদন করতে হবে, এবং কাদের জন্য উপযুক্ত হবে।

কলেজে ভর্তি, পড়াশোনা খরচ, ফরম পূরণ, বোর্ড ফি-সব মিলিয়ে শিক্ষার্থীদের অর্থনৈতিক চাপ অনেক বেড়ে যায়। আর এ চাপ কমাতে প্রতি বছর সরকার ও কিছু বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের উপবৃত্তি প্রদান করে থাকে।

চলতি বছর, এসএসসি ২০২৫ পাশকৃত শিক্ষার্থীদের জন্য ৪টি প্রধান উপবৃত্তি প্রোগ্রাম চালু রয়েছে। প্রতিটির আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও সুযোগ সুবিধা ভিন্ন। নিচে বিস্তারিত ধাপে ধাপে তুলে ধরা হলো।

১. ডাচ্‌বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি :

ডাচ্‌বাংলা ব্যাংক প্রতিবছর এসএসসি পাশকৃত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিয়ে থাকে।

যোগ্যতা:

  • সিটি কর্পোরেশন এলাকা: ন্যূনতম GPA 5.00 ( ৪র্থ বিষয় ব্যাতিত )
  • জেলা শহর এলাকা: ন্যূনতম GPA 4.83 ( ৪র্থ বিষয় ব্যাতিত )
  • গ্রামীণ/অনগ্রসর এলাকা: ন্যূনতম GPA 4.83 ( ৪র্থ বিষয় ব্যাতিত )

সুবিধাসমূহ:

  • মাসিক ২৫০০ টাকা করে দুই বছর
  • বার্ষিক পাঠ্য উপকরণের জন্য ২৫০০ টাকা
  • পোশাক বাবদ এককালীন ১০০০ টাকা

আবেদনের সময়সীমা:

  • আবেদন চলমান
  • শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৫
  • আবেদন হবে অনলাইনে – ডাচ্‌বাংলা ব্যাংকের অফিসিয়াল স্কলারশিপ পোর্টাল থেকে

৪ ধরনের উপবৃত্তি পাচ্ছে SSC 2025 ব্যাচ

২. মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন (MMJF) বৃত্তি

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য “এইচএসসি ব্রিজিং স্কলারশিপ” চালু করেছে।

যোগ্যতা:

  • সিটি কর্পোরেশন এলাকা: GPA 5.00 ( সকল গুপ )
  • জেলা শহর: GPA 4.50 ( সকল গুপ )
  • গ্রামীণ এলাকা: মানবিক ও ব্যবসা বিভাগে GPA 4.00, বিজ্ঞান বিভাগে GPA 4.50

 আবেদনের সময়সূচি:

  • আবেদন চলমান
  • প্রাথমিক আবেদন গ্রহন শেষ : কলেজ ভর্তির ৭ দিন পূর্বে
  • চুড়ান্ত আবেদন গ্রহন শেষ : কলেজ ভর্তির ৪ দিন পূর্বে

সুবিধাসমূহ:

  • ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি প্রদান
  • মাসিক উপবৃত্তি
  • শতকরা ৮০% নম্বরধারীদের মধ্যে সেরা ২০ জনকে বিশেষ বৃত্তি

 

৩.  প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট (PMEAT)

সরকারিভাবে পরিচালিত এই ট্রাস্ট SSC পাশ করা শিক্ষার্থীদের কলেজে ভর্তি পরবর্তী সময়ে উপবৃত্তি প্রদান করে।

আবেদনের সময়:

  • কলেজ ভর্তি শেষে আবেদন শুরু হবে
  • অনলাইনে আবেদন করতে হবে

 সুবিধাসমূহ:

  • ৮,০০০ টাকা আর্থিক সহায়তা
  • অনলাইন আবেদন, কাগজপত্র, ছবি ও স্বাক্ষরসহ সাবমিশন প্রক্রিয়া

এসএসসি ২০২৫ শিক্ষাবৃত্তি কিভাবে পাবো

৪. বোর্ড বৃত্তি

প্রতিবছর রেজাল্টের ভিত্তিতে বোর্ড কর্তৃপক্ষ মেধাবী শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করে।

 বিশেষ দিক:

  • এর জন্য আলাদা করে আবেদন করতে হয় না
  • শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়

 

পরামর্শ : একাধিক বৃত্তি পাওয়া যাবে না!

একজন শিক্ষার্থী একইসাথে একাধিক বৃত্তির জন্য সিলেক্ট হতে পারবে না
যদি কেউ ডাচ্‌বাংলা বৃত্তি পায়, সে অন্য বৃত্তির জন্য অযোগ্য হয়ে যাবে।

তোমার লক্ষ্যে পৌঁছাতে শিক্ষাবৃত্তিই হতে পারে প্রথম সহায়ক ধাপ। সময়মতো আবেদন করো, ভালো থাকো, এগিয়ে চলো!

4 thoughts on “সুখবর ৪ ধরনের উপবৃত্তি পাচ্ছে SSC 2025 পাশকৃত শিক্ষার্থী”
  1. জনাব আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না।
    তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।

    1. আবেদন করার সম্পূর্ণ গাইডলাইন আমরা দিয়ে দিয়েছি। অনুগ্রহ করে সেগুলো ভালো করে পড়ে এরপর আবেদন করো। ইনশআল্লাহ তুমি সিলেক্টেড হবে।

Leave a Reply to Sohel Rana Cancel reply

Your email address will not be published. Required fields are marked *