কলেজ ভর্তি সময়ে সাধারণ ভুল

কলেজ ভর্তি ২০২৫ এই ভুলগুলো করলে চান্স পাবেন না

একাদশ শ্রেণিতে (কলেজে) ভর্তির সময় অনেক শিক্ষার্থী সাধারণ কিছু ভুল করে বসে, যার কারণে হয়তো তারা প্রথম মেধাতালিকায় চান্স পায় না, অথবা ভর্তি নিশ্চিত করতে গিয়ে সমস্যায় পড়ে। অথচ একটু সচেতন থাকলেই এসব ভুল এড়িয়ে যাওয়া যায়।

ভর্তির সময় সবচেয়ে বেশি হওয়া ভুল, সেগুলো থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন।

সময়মতো আবেদন না করা:
শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার সমস্যা, ইন্টারনেট সমস্যায় আবেদন করা না-ও হতে পারে। সুযোগ পেলেই শুরুতেই আবেদন করে ফেলুন। একেবারে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন না।

ভুল তথ্য দিয়ে ফরম পূরণ করা:
রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড বা মোবাইল নম্বর ভুল দিলে আবেদন বাতিল হতে পারে।
ফরম সাবমিট করার আগে অবশ্যই একাধিকবার চেক করুন। প্রয়োজনে অভিভাবক বা বড় কারো সাহায্য নিন।

কলেজ পছন্দ ভেবে চিন্তে করুন:
শুধু জনপ্রিয় কলেজ বেছে নিলে মেধাতালিকায় না-ও থাকতে পারেন। পাশাপাশি নিজের ফলাফলের সাথে তাল মেলে না এমন কলেজ বেছে নেওয়াও ঝুঁকিপূর্ণ।
কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বেছে নিন, যেখানে কিছু উচ্চ মানের, কিছু মাঝারি কিছু সহজ চান্সযোগ্য প্রতিষ্ঠান থাকবে।

অগ্রাধিকার (preference order) ভুলভাবে সাজানো:
আপনার পছন্দের কলেজকে নিচে দিয়ে কম পছন্দের কলেজকে ওপরে রাখলে, কম পছন্দেরটিতেই চান্স পেয়ে যাবেন।

নিজের পছন্দ অনুযায়ী অগ্রাধিকার সঠিকভাবে সাজান-১ নম্বরেই রাখুন সবচেয়ে কাঙ্ক্ষিত কলেজ।

পেমেন্ট না করা বা ভুল নম্বরে পেমেন্ট করা:
অনেকেই ফরম পূরণ করে ফেলেন কিন্তু আবেদন ফি জমা না দিয়ে বসে থাকেন, ফলে আবেদন গ্রহণ হয় না। ফরম পূরণের পরপরই বিকাশ/নগদ/রকেট বা ব্যাংক দিয়ে পেমেন্ট করে রসিদ বা ট্রানজেকশন নম্বর সংরক্ষণ করুন।

কলেজ ভর্তি ভুলের পরিণতি

মেধাতালিকা প্রকাশের পর নিশ্চয়ন না করা:
মেধাতালিকায় নাম ওঠার পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সেই সুযোগ বাতিল হয়ে যায়। তালিকায় নাম আসলে নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি নিশ্চয়ন ফি পরিশোধ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত না রাখা:
চূড়ান্ত ভর্তি করতে গেলে প্রয়োজনীয় কাগজ না থাকলে ভর্তি বাতিল হতে পারে।
নিম্নোক্ত কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন:

  • এসএসসি মার্কশিট
  • রেজিস্ট্রেশন কার্ড
  • আবেদন স্লিপ
  • পাসপোর্ট সাইজ ছবি
  • পেমেন্ট রসিদ

শুধুমাত্র এক মাধ্যম ব্যবহার করা (SMS/Online):
SMS দিয়ে আবেদন করলে অনেকে পরে অনলাইন প্রক্রিয়ায় অংশ নেন না। আবার অনলাইনে করে SMS নিশ্চিত করেন না। যে মাধ্যমেই আবেদন করুন না কেন, আবেদন ও নিশ্চয়ন-দুটোই নিশ্চিত করুন।

তথ্য না জানার কারণে অপেক্ষা করা:
অনেকে মনে করেন বোর্ড বা কলেজ থেকে ফোন আসবে, অথচ পুরো প্রক্রিয়াই নিজে করতে হয়। সার্বক্ষণিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল পেইজ ফলো করুন।

কলেজ ভর্তি ঝুঁকি এড়ানোর উপায়

ফেক ওয়েবসাইটে প্রবেশ করা:
ভুয়া ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য দিয়ে দিলে প্রতারণার শিকার হতে পারেন।
সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন:
এই লিংকে ক্লিক করুন

ভর্তির সময় ছোট ছোট ভুল আপনার সিটকে কেড়ে নিতে পারে। তাই সতর্ক থাকুন, প্রতিটি ধাপে সচেতনভাবে কাজ করুন। সময়মতো সঠিক সিদ্ধান্ত নিলে চান্স না পাওয়ার আশঙ্কা থাকবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *