রেজাল্ট পরিবর্তনের ভুয়া প্রতিশ্রুতি নিয়ে সচেতনতা
প্রিয় এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা। শুরুতেই একটা প্রশ্ন: শুধু ফেল করলেই কি কেউ রেজাল্ট পরিবর্তনের কথা ভাবে?
একদমই না! অনেক শিক্ষার্থী আছে যারা নিয়মিত ভালো ছাত্র/ছাত্রী হিসেবে পরিচিত। স্কুল পরীক্ষায় সব বিষয়ের ফল ভালো হয়েছে, শিক্ষক ও সহপাঠীরা জানে – সে একজন “গোল্ডেন এ+” পাওয়ার যোগ্য ছাত্র। কিন্তু ফলাফল প্রকাশের দিন দেখা গেল, এমন একটি সাবজেক্টে কম নম্বর এসেছে যা সে কখনও কল্পনাও করেনি।
সে ফেল করেনি, কিন্তু GPA আশানুরূপ না হওয়ায় পরিবার ও এলাকাবাসীর সামনে মুখ দেখাতে পারছে না। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। সমাজও তখন প্রশ্ন তোলে – “পরীক্ষার আগে তো ও এটা-ওটা করতো, নিশ্চয়ই সে কারণে রেজাল্ট খারাপ!” অথচ বাস্তবে সে এমন কিছুই করেনি।
শিক্ষার্থীদের জন্য সৎ পরামর্শ
এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতারণা – রেজাল্ট পরিবর্তনের অফার!
অনেক শিক্ষার্থী এখন হতাশায় ভুগছে। অনেকে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে ভাবছে। এই সময়েই কিছু প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে বলছে:
“ভাই রেজাল্ট পরিবর্তন করে দিচ্ছি। আগে টাকা পাঠান, আমাদের কাজের স্ক্রিনশট দেখুন…”
এই কথাগুলো পুরোটাই ভুয়া।
তারা তোমার রেজিস্ট্রেশন নম্বর, মার্কশিট, অ্যাডমিট কার্ডসহ সমস্ত তথ্য নিয়ে পরে ব্ল্যাকমেইল করবে।
তুমি হয়ত টাকা দিয়েও কিছুই পাবে না, বরং তোমার তথ্যের অপব্যবহার করবে তারা।
রেজাল্ট পরিবর্তনের একমাত্র বৈধ উপায় – বোর্ড চ্যালেঞ্জ
শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, ফলাফলে ভুল থাকলে তা শুধরে নেওয়ার জন্য “বোর্ড চ্যালেঞ্জ”ই একমাত্র বৈধ পদ্ধতি।
বোর্ড চ্যালেঞ্জে কী হয়?
- তোমার খাতা রিভিউ করা হয়
- নম্বর যোগে ভুল, মিসিং উত্তর, মার্ক ট্রান্সফারে ভুল ইত্যাদি চেক করা হয়
- সঠিক হলে নম্বর সংশোধন হয়
আমাদের আগের আর্টিকেলে বোর্ড চ্যালেঞ্জের বিস্তারিত চারটি ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্যই সেই পোস্টটা দেখে নিও।
সতর্কবার্তা
রেজাল্ট পরিবর্তনের নামে কেউ টাকা চাইলে একদমই বিশ্বাস কোরো না।
২০২৫ সালের রেজাল্ট প্রকাশের পর ইতোমধ্যে অনেক শিক্ষার্থী মানসিক বিপর্যয়ে পড়েছে। আত্মহত্যার মতো ভয়ানক ঘটনাও ঘটেছে।
আমরা চাই না, তোমার ক্ষেত্রেও এমন কিছু ঘটুক।
এই লেখাটি যদি তোমার ভালো লেগে থাকে, দয়া করে শেয়ার করো বাংলাদেশের ১৯ লক্ষ শিক্ষার্থীর কাছে।
তোমার এই একটি শেয়ার একজন শিক্ষার্থীকে বাঁচাতে পারে, তাকে প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করতে পারে।