খাতা চ্যালেঞ্জ করলেও ভর্তি আবেদন করা যাবে কি
SSC-2025 বোর্ড চ্যালেঞ্জ শিক্ষার্থীদের কলেজ ভর্তি কিভাবে?
শিক্ষার্থীদের একটি বড় অংশ এখন SSC বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের অপেক্ষায়। আবার অনেকেই এই সময়েই কলেজে ভর্তির আবেদন করছেন। কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, তারা দোটানায়: এখন আবেদন করবো নাকি রেজাল্টের অপেক্ষা করবো? এই কনফিউশন দূর করতেই এই লেখা।
শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী:
১৩ আগস্ট ২০২৫ থেকে ১৪ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত শুধুমাত্র ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবে।
প্রশ্ন: আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকি, এখন কলেজ ভর্তি আবেদন করবো কিনা?
হ্যাঁ, যদি তুমি পাশ করো এবং জিপিএ অনুযায়ী আবেদনের যোগ্যতা থাকে, তাহলে এখনই আবেদন করে ফেলো।
কারণ: যদি তুমি অপেক্ষা করো এবং পরবর্তীতে তোমার ফলাফল না বদলায়, তাহলে তুমি পরবর্তীতে আর আবেদন করতে পারবে না। একমাত্র যাদের রেজাল্ট পরিবর্তিত হবে, তারাই ১৩-১৪ আগস্ট আবেদনের সুযোগ পাবে।
যদি রেজাল্ট পরে পরিবর্তন হয়, তখন কী হবে?
- তুমি যদি এখন আবেদন করো এবং পরে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার জিপিএ বেড়ে যায়,
- তাহলে নতুন পরিবর্তিত ফলাফল অনুযায়ী তোমাকে নির্বাচন করা হবে।
- অর্থাৎ, আবার নতুন করে আবেদন করতে হবে না।
- ভর্তি কর্তৃপক্ষ পরিবর্তিত ফলাফলের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিবেচনায় নেবে।
উদাহরণ:
ধরো, তুমি এখন কলেজ ভর্তি আবেদন করো এবং পরে (১০ আগস্ট) তোমার জিপিএ বাড়ে।
তখন কলেজ কর্তৃপক্ষ পরিবর্তিত জিপিএ অনুযায়ী তোমার ভর্তি আবেদনের প্রক্রিয়া চালাবে।
তোমাকে আবার কোনো টাকা দিয়ে নতুন আবেদন করতে হবে না।
আর যদি এখন আবেদন না করো?
- বোর্ড চ্যালেঞ্জ করে যদি তোমার রেজাল্ট পরিবর্তন না হয়, তবে তুমি ১৩ আগস্ট আবেদন করতে পারবে না।
- অর্থাৎ, যোগ্য হয়েও তুমি কলেজে ভর্তি হতে পারবে না – এটা হবে বড় ক্ষতি।
যারা খাতা চ্যালেঞ্জ করেছেন তাদের ভর্তি কিভাবে
কারা ১৩-১৪ আগস্ট আবেদন করতে পারবে?
- যারা আগে ফেল করেছিল বা
- জিপিএ কম থাকায় আবেদন করতে পারেনি
- এবং বোর্ড চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তিত হয়েছে
তাদের জন্যই ১৩ ও ১৪ আগস্ট নতুন করে আবেদন করার সুযোগ থাকছে।
যাদের রেজাল্টে পাস আছে এবং আবেদনের যোগ্যতা রয়েছে, তারা যেন দেরি না করে এখনই কলেজ ভর্তি আবেদন করে ফেলেন।
বোর্ড চ্যালেঞ্জের ফলাফল যদি পরবর্তীতে পরিবর্তিত হয়, ভর্তি কমিটি সেই পরিবর্তিত রেজাল্টের ভিত্তিতেই নির্বাচনের কাজ করবে।
কলেজ ভর্তি আবেদনের শেষ সময় পেরিয়ে গেলে, নতুন আবেদন আর করা যাবে না-even যদি ও যোগ্য হও।