রাজউক কলেজ অনলাইন আবেদন ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাজউক কলেজে একাদশ শ্রেণিতে আবেদন শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে  রাজউক উত্তরা মডেল কলেজ একাদশ শ্রেণিতে অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালার আওতায় এসএসসি ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ করা হবে।

আবেদন শুরু শেষ তারিখ:

  • আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৫ (বুধবার)
  • আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট ২০২৫
  • আবেদন অনলাইনে করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে।
  • নির্বাচিত শিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে হবে। না করলে ভর্তির সুযোগ বাতিল হবে।

বিভাগ অনুযায়ী ভর্তি যোগ্যতা:

বিজ্ঞান বিভাগ:

মাধ্যম শিফট অভ্যন্তরীণ বহিরাগত
বাংলা প্রভাতি ন্যূনতম GPA ৪.৫০ GPA ৫.০০
বাংলা দিবা ন্যূনতম GPA ৪.৫০ GPA ৫.০০
ইংরেজি প্রভাতি GPA ৪.৫০ GPA ৫.০০
ইংরেজি দিবা GPA ৪.৫০ GPA ৫.০০

রাজউকে কলেজে আবেদন করার নিয়ম 

মানবিক বিভাগ:

মাধ্যম শিফট অভ্যন্তরীণ বহিরাগত
বাংলা প্রভাতি GPA ৪.০০ GPA ৪.৭৫
বাংলা দিবা GPA ৪.০০ GPA ৪.৭৫

 ব্যবসায় শিক্ষা বিভাগ:

মাধ্যম শিফট অভ্যন্তরীণ বহিরাগত
বাংলা প্রভাতি GPA ৪.০০ GPA ৪.৭৫
বাংলা দিবা GPA ৪.০০ GPA ৪.৭৫
ইংরেজি প্রভাতি GPA ৪.০০ GPA ৪.৭৫

রাজউক মডেল কলেজের আবেদন প্রক্রিয়া

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • আবেদন ও নিশ্চায়নের তারিখ মিস হলে ভর্তি বাতিল হবে।
  • আবেদন করতে হবে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে।
  • আবেদনপত্রে সঠিক তথ্য প্রদান করতে হবে, ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

ভর্তি সংক্রান্ত নিয়মাবলি ও শিফট পছন্দ করার আগে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দেখে বিস্তারিত জেনে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *