এইচএসসি প্রস্তুতি ২০২৫
এখনই শুরু করো HSC প্রস্তুতি, বইয়ের তালিকা ও সকল পরামর্শ
প্রিয় শিক্ষার্থী! যারা ২০২৫ সালে এসএসসি পাস করে এখন কলেজ ভর্তি প্রস্তুতি নিচ্ছো, তোমাদের জন্য আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তুমি যে কলেজে ভর্তি হবে, সেখান থেকেই শুরু হবে তোমার এইচএসসি পরীক্ষার পথচলা আর সেই পথটা যেন হয় সহজ ও সফল, সেটাই আমাদের লক্ষ্য।
বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা…
আমি নিজে যখন রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হই, তার আগেই একদিন কলেজ ঘুরে দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি, অনেক শিক্ষার্থী ইতিমধ্যে প্রাইভেট পড়া শুরু করে দিয়েছে তারা আমাদেরই বয়সী, আমাদেরই ব্যাচের। তখন মনে প্রশ্ন জাগে: “তারা তো SSC শেষ করেছে, এত তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করলো কেন?”
পরে বুঝলাম, এইচএসসি লেভেলে সময় খুব দ্রুত চলে যায়- যারা আগে থেকেই প্রস্তুতি নেয়, তারাই সফল হয়।
এখনই কিনে নাও কিছু বই – প্রস্তুতির জন্য সেরা সময়!
কলেজে ভর্তি হওয়ার আগেই যদি কিছু বই কিনে পড়া শুরু করো, তাহলে তোমার জন্য পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে।
নিচে সব গ্রুপের আবশ্যিক ও গ্রুপভিত্তিক বিষয়গুলোর তালিকা দেওয়া হলো:
আবশ্যিক বিষয় (সকল গ্রুপে প্রযোজ্য)
- বাংলা ১ম পত্র
- বাংলা ২য় পত্র
- ইংরেজি ১ম পত্র
- ইংরেজি ২য় পত্র
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)
বিশেষ টিপস:
আইসিটি এখন থেকেই শুরু করলে পরীক্ষায় অনেক এগিয়ে থাকবে। এই বিষয়ের প্রতিটি অধ্যায় কঠিন এবং বোর্ড পরীক্ষায় সমস্যা করে, তাই এখনই প্রস্তুতি শুরু করো।
এইচএসসি বইয়ের তালিকা 2025
বিজ্ঞান বিভাগ
- জীববিজ্ঞান ১ম ও ২য় পত্র
- রসায়ন ১ম ও ২য় পত্র
- পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র
- উচ্চতর গণিত ১ম ও ২য় পত্র
মানবিক বিভাগ
- পৌরনীতি ও সুশাসন ১ম ও ২য় পত্র
- অর্থনীতি ১ম ও ২য় পত্র
- মনোবিজ্ঞান ১ম ও ২য় পত্র
- যুক্তিবিদ্যা ১ম ও ২য় পত্র
- সমাজকল্যাণ ১ম ও ২য় পত্র
- কৃষি শিক্ষা ১ম ও ২য় পত্র
- ভূগোল ১ম ও ২য় পত্র
ব্যবসায় শিক্ষা বিভাগ
- ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম ও ২য় পত্র
- হিসাববিজ্ঞান ১ম ও ২য় পত্র
- ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম ও ২য় পত্র
- অর্থনীতি ১ম ও ২য় পত্র
গুরুত্বপূর্ণ:
- কলেজভেদে কোন কোন বিষয় অফার করে তা একটু এদিক-ওদিক হতে পারে।
- কলেজ বোর্ড শুরু হলে বিষয় তালিকা নিশ্চিতভাবে জানা যাবে।
- এখনই প্রস্তুতি নিলে পরবর্তীতে টিসি বা সাবজেক্ট বদলের ঝামেলা এড়ানো যাবে।
HSC ১ম বর্ষ প্রস্তুতি টিপস
করণীয় সংক্ষেপে:
- আবশ্যিক বইগুলো (বিশেষ করে ICT) এখনই কিনে পড়া শুরু করো।
- যে গ্রুপে ভর্তি হবে, সেই গ্রুপের ২-৩টা বই পড়া শুরু করে দাও।
- আমাদের টার্গেট HSC 2027 কোর্সে ভর্তি হয়ে নিয়মিত গাইডলাইনেযুক্ত থাকো।