হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি শনিবার প্রকাশিত হবে
ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত দেশের অন্যতম সম্মানিত নারীশিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ আগামীকাল শনিবার (২৬ জুলাই) একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত বিজ্ঞপ্তিটি হলি ক্রস কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।
সাধারণভাবে দেশের অধিকাংশ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী লটারির মাধ্যমে পরিচালিত হলেও, কিছু প্রতিষ্ঠানে নিজস্ব নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়।
হলি ক্রস কলেজে আবেদন
এই ধারায় হলি ক্রস কলেজও ব্যতিক্রম নয়। প্রতি বছরই প্রতিষ্ঠানটি নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে থাকে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্য বিবেচিত ছাত্রীদেরই সেখানে ভর্তির সুযোগ দেওয়া হয়।
একাডেমিক সাফল্যের ধারাবাহিকতায় হলি ক্রস কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে মোট ১,৩১৩ জন ছাত্রী অংশগ্রহণ করে, যার মধ্যে ১,৩০৭ জন পাস করে এবং ১,০১৯ জন ছাত্রী জিপিএ- ৫ অর্জন করে।
পাসের হার দাঁড়ায় ৯৯.৯৫ শতাংশ– যা অত্যন্ত প্রশংসনীয়।
এই কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা– তিনটি শাখাতেই শিক্ষার মান সমানভাবে গুরুত্ব দিয়ে পরিচালিত হয়।
holy cross admission
সুশৃঙ্খল পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকগণের নিরলস প্রচেষ্টা, এবং শিক্ষার মান রক্ষার অঙ্গীকার কলেজটিকে প্রতি বছর ভর্তি পরীক্ষায় অসংখ্য শিক্ষার্থীর আকর্ষণের কেন্দ্রে পরিণত করে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, বিশেষ করে যারা সৃজনশীল পরিবেশে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে আগ্রহী। তাই আগ্রহীদের আগামীকাল কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে চোখ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।