কলেজ ভর্তি আবেদন কখন শুরু ২০২৫: সর্বশেষ আপডেট
প্রিয় শিক্ষার্থীরা, প্রায় ১৩ লক্ষ শিক্ষার্থী ঠিক এই মুহূর্তে একটি প্রশ্ন নিয়েই চিন্তিত—
“কলেজ ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে?”
গতকাল রাত থেকে আমাদের Youtube Channel `Always Update` এর ভিডিওর ভিউ হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে। কারণ একটাই-প্রত্যেক শিক্ষার্থী এখন কলেজ ভর্তি আবেদন নিয়ে ভিডিও/ প্রতিবেদন খুঁজছে, নিয়ম জানতে চায়, এবং প্রক্রিয়াটা নিজের হাতে সম্পন্ন করতে চায়।
আজকের আলোচনায় থাকছে:
- কলেজ ভর্তি আবেদনের সর্বশেষ অবস্থা
- আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট কেন বন্ধ আছে?
- নোটিশ প্রকাশের সম্ভাব্য সময়
কলেজ ভর্তি আবেদনের সর্বশেষ তথ্য:
কলেজ ভর্তি আবেদন আজ ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু দেশের সাম্প্রতিক কিছু দুর্ঘটনাময় পরিস্থিতির কারণে শিক্ষা বোর্ড এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ প্রকাশ করেনি।
একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইট আপডেটের কাজ চলছে।
সাইটে ঢুকতে গেলে “সাইট বন্ধ” দেখাচ্ছে কারণ তারা নতুন শিক্ষাবর্ষ ২০২৫-এর জন্য ফিচারগুলো প্রস্তুত করছে।
যখনই সাইট চালু হবে, সেখানেই পাবো—
- কলেজ আবেদন ফরম
- পছন্দের তালিকা (Choice List)
- ভর্তি নির্দেশিকা
- উপবৃত্তির তথ্য
নোটিশ কবে আসবে?
যে কেউই ভাবছে- আজকে নোটিশ আসবে কিনা?
- আজকেই আসতে পারে
- অথবা আগামীকাল সকালে
- অথবা ঠিক যেই সময় তুমি এই পোস্টটি পড়ছ, হয়তো ইতোমধ্যেই নোটিশ প্রকাশ হয়ে গেছে!
আমরা নিয়মিত শিক্ষা বোর্ডের ওয়েবসাইট পর্যবেক্ষণ করছি।
যখনই নোটিশ আসবে, ‘Always Update’ ওয়েবসাইট, YouTube চ্যানেল ও Facebook পেজে সাথে সাথেই জানিয়ে দেওয়া হবে।
শিক্ষার্থীদের প্রতি বিশেষ বার্তা:
কলেজ ভর্তি আবেদনের সময় সবার মাঝে দুশ্চিন্তা থাকে-
তবে তোমাদের বলতে চাই, এই অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না।
শুধু চোখ রাখো আমাদের Always Update এর উপর।