একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০ আগস্ট কিভাবে দেখবেন?
বাংলাদেশে এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত হলো একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট প্রকাশ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা অনুযায়ী ২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট প্রকাশিত হবে আগামী ২০ আগস্ট। এদিন শিক্ষার্থীরা জানতে পারবেন কোন কলেজে তাদের ভর্তি হওয়ার সুযোগ হয়েছে। নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো-
একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট কবে প্রকাশ হবে?
- রেজাল্ট প্রকাশের তারিখ: ২০ আগস্ট ২০২৫
- প্রথম মেধা তালিকা: ২০ আগস্ট
- দ্বিতীয় মেধা তালিকা: নির্দিষ্ট সময় পরে
- তৃতীয় মেধা তালিকা: আসন শূন্য থাকলে প্রকাশ করা হবে
কিভাবে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখবেন?
শিক্ষার্থীরা দুইভাবে ভর্তি রেজাল্ট দেখতে পারবেন-
১. অনলাইনে ওয়েবসাইট থেকে
- ভিজিট করুন রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন
- আপনার এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাশের বছর দিয়ে লগইন করুন।
- লগইন করলে দেখা যাবে, আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছেন।
২. এসএমএস এর মাধ্যমে
- ভর্তি আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে অটোমেটিক এসএমএস চলে আসবে।
- সেই এসএমএস-এ জানানো হবে কোন কলেজে আপনার ভর্তির সুযোগ হয়েছে।
রেজাল্ট দেখার পর করণীয়
- নির্বাচিত কলেজে ভর্তির নিশ্চয়তা দিতে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি প্রদান করতে হবে।
- ফি অনলাইনে (bKash, Nagad, Rocket) বা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে।
- ভর্তি নিশ্চিত না করলে আপনার সিলেকশন বাতিল হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- রেজাল্ট প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফি না দিলে আপনার আসন অন্য কারো জন্য ফাঁকা হয়ে যাবে।
- প্রথম মেধা তালিকায় না এলে হতাশ হওয়ার কিছু নেই। দ্বিতীয় ও তৃতীয় তালিকায় নাম আসতে পারে।
- ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হলে একটু ধৈর্য ধরুন, কারণ রেজাল্ট প্রকাশের দিনে সার্ভারে চাপ বেশি থাকে।
একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০ আগস্ট প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের যাত্রা শুরু হবে। তাই নির্ধারিত দিনে অনলাইনে বা এসএমএসের মাধ্যমে রেজাল্ট চেক করুন এবং সময়মতো ভর্তি নিশ্চিত করুন।