কলেজ ভর্তি ২০২৫ – পছন্দের কলেজ পেতে করণীয়

প্রিয় এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন প্রত্যেক শিক্ষার্থীর চোখ কলেজ ভর্তির নোটিশের দিকে। সবাই অপেক্ষা করছে-কবে প্রকাশ পাবে কলেজ ভর্তির নীতিমালা এবং কবে থেকে শুরু হবে অনলাইন আবেদন?

নীতিমালার সর্বশেষ আপডেট

আমাদের সর্বশেষ তথ্যমতে, কলেজ ভর্তির খসড়া নীতিমালা ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। এখন শুধুমাত্র শিক্ষা বোর্ডের অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটেই প্রকাশ পাবে কলেজ ভর্তি নোটিশ। অর্থাৎ যেকোনো সময়- আজ রাতেই, আগামীকাল সকালে, অথবা একদিন পরে- জুলাই মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।

কেন এখনই প্রস্তুতি নেওয়া জরুরি?

অনেক শিক্ষার্থী শুধুমাত্র আবেদন করেই বসে থাকে, পরে বুঝতে পারে ভুল চয়েসের কারণে পছন্দের কলেজ পায়নি।

কলেজ ভর্তি আবেদন পছন্দের তালিকা সাজানো

শুধু একটি কলেজ চয়েস করলেই হবে না!

অনলাইন ভর্তিতে ১০টি কলেজ চয়েস দিতে হয়। সেক্ষেত্রে কৌশল হচ্ছে- যে কলেজে তোমার পড়ার ইচ্ছা , সেটিকে নম্বরে রাখা। এরপর ধাপে ধাপে অন্য কলেজগুলো সাজাতে হবে। যেমন:

. রাজবাড়ী সরকারি কলেজ
. পাংশা সরকারি কলেজ
. ফরিদপুর রাজেন্দ্র কলেজ
…এভাবে ১০টি কলেজ

যদি ১ নম্বর কলেজে তোমার জিপিএ মিলে যায় এবং আসন থাকে, তাহলে তুমি সেই কলেজেই ভর্তি হবে। যদি না মিলে, তাহলে ২ নম্বর কলেজের সঙ্গে মিলানো হবে। এভাবে ধাপে ধাপে ১০টি চয়েসের যে কোনো একটিতে স্থান পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

তবে পছন্দের কলেজগুলোকে নিচের দিকে রাখলে, চ্যান্স পাওয়ার সম্ভাবনাও কমে যাবে।

 

প্রথম পর্যায়েই আবেদন করাই কেন গুরুত্বপূর্ণ?

প্রথম পর্যায়ে সর্বোচ্চ আসন খালি থাকে। তাই, যারা শুরুতেই ঠিকভাবে আবেদন করে, তারা সাধারণত পছন্দের কলেজেই চান্স পেয়ে যায়।

ভুল করলে এমনও হতে পারে-

  • চতুর্থ পর্যায় পর্যন্ত আবেদন করতে হতে পারে
  • সিট না থাকার কারণে ভালো কলেজে চান্স নাও পেতে পারো
  • এমনকি কোনো কলেজেই চান্স নাও হতে পারে!

 

বর্তমান পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি

এই বছর লাখ ৩৯ হাজার শিক্ষার্থী জিপিএ পেয়েছে। অথচ ভালো মানের কলেজ মাত্র ২০০ থেকে ২৫০টি। অর্থাৎ ভালো কলেজের আসন সংখ্যার তুলনায় গুণগত শিক্ষার্থী অনেক বেশি। তাই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও চান্স পাওয়া কঠিন হতে পারে, যদি তারা ভুল চয়েস করে।

তাহলে যারা জিপিএ-৫ পায়নি, তাদের তো আরও কৌশলী হতে হবে।

 

আমাদের থেকে কী কী সাহায্য পাবে?

আমাদের চ্যানেল বা “Always Update” ওয়েবসাইট ও ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকলে তুমি ধাপে ধাপে পাবে—

  • কলেজ ভর্তির প্রতিটি আপডেট
  • আবেদন করার সঠিক নিয়ম
  • কলেজ চয়েস সাজানোর কৌশল
  • এইচএসসি পর্যায়ের সাজেশন ও প্রস্তুতি
  • উপবৃত্তি ও ভর্তি সহায়তা সম্পর্কিত তথ্য

 

শুধু কলেজে ভর্তি হওয়াই যথেষ্ট নয়।
পছন্দের কলেজে চান্স পাওয়াটাও গুরুত্বপূর্ণ।
ভুল করলে সারা বছর ভোগান্তি পোহাতে হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *