একাদশে ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর
আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে একাদশ শ্রেণির ক্লাস।
ভর্তি কার্যক্রম শুরু ২৪ জুলাই, থাকবে নতুন কোটা ও পরিবর্তিত ফি
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ২৪ জুলাই, ভর্তি কার্যক্রম চলবে ৯ আগস্ট পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষে ৩০ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা ২০২৫’-এর খসড়া থেকে জানা গেছে। খসড়াটি ২১ জুলাই, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে চূড়ান্ত করার কথা রয়েছে।
ভর্তি প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
এই বছর একাদশ শ্রেণির ভর্তিতে বেশ কিছু নতুন দিক যুক্ত হচ্ছে:
নতুন কোটা সংযোজন:
- মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি যুক্ত করা হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা।
- তবে আলোচনা অনুযায়ী, এ বছরই হতে পারে এই কোটার শেষ প্রয়োগ। ভবিষ্যতে সব ধরনের কোটা বাতিল করা হতে পারে।
আবেদন ফি বৃদ্ধি:
- গতবারের তুলনায় এবার ৭০ টাকা বেশি ফি নির্ধারণ করা হচ্ছে।
- মোট আবেদন ফি হতে পারে ২২০ টাকা।
একাদশে ভর্তি তারিখ ২০২৫
বিষয় পছন্দে স্বাধীনতা:
- শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমান প্রতিষ্ঠানে পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে।
- মেধা, কোটা (যদি প্রযোজ্য হয়) এবং পছন্দের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হবে।
ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি
- নিশ্চায়ন শেষ সময়: ২৫ আগস্ট (রাত ১১:৫৯)
- পরবর্তী ধাপ: দ্বিতীয় ও তৃতীয় ধাপে একইভাবে আবেদন, ফলাফল ও নিশ্চায়ন কার্যক্রম চলবে।
- চূড়ান্ত ভর্তি শেষ: সেপ্টেম্বরের মধ্যে
- ক্লাস শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৫
কারা থাকছেন বৈঠকে?
বৈঠকটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
এতে অংশ নেবেন:
- শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা
- ঢাকার ৩৫টি বড় কলেজের অধ্যক্ষবৃন্দ
একাদশে ভর্তি আবেদন পদ্ধতি
অনলাইনে ভর্তি কার্যক্রম
অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
ঢাকা শিক্ষা বোর্ডের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে এ কাজ পরিচালিত হবে।