always update piccollege vorti

কলেজ ভর্তি আবেদন ২৪ জুলাই থেকে শুরু

আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২০২৫ পরীক্ষার্থী বন্ধুরা। ইতোমধ্যেই তোমরা হয়তো বিভিন্ন মাধ্যমে জেনেছো ২০২৪ সালের ২৪ জুলাই থেকে কলেজে ভর্তি আবেদন শুরু হচ্ছে। তবে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নানা ধরনের দ্বিধা-দ্বন্দ্ব। কারণ এত বড় একটি বিষয় নিয়ে এখনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কোনো অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়নি।

এই পরিস্থিতিতে অনেকেই আমাদের আপডেটের অপেক্ষায় ছিলে। তোমরা জানো, Always Update থেকে পাওয়া আপডেট মানেই সঠিক ও নির্ভরযোগ্য তথ্য।

আসলে বিষয়টা কী? কেন এখনো নোটিশ আসেনি?

শিক্ষা বোর্ড ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে এবং সেখানে ২৪ জুলাই থেকে আবেদন শুরুর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন শুধুমাত্র অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলেই চূড়ান্ত নোটিশ প্রকাশ পাবে। সুতরাং ২৪ জুলাই আবেদন শুরুর বিষয়টি মোটামুটি নিশ্চিত হলেও, আধিকারিক নোটিশ না আসা পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হবে না।

 কলেজ ভর্তি আবেদনের নিয়ম ২০২৫

আবেদন শুরু হলে তোমরা যেতে পারবে—
 অফিসিয়াল ওয়েবসাইটে

সেখানে থাকবে

  • রেজাল্ট সাবমিট করার অপশন
  • কলেজ চয়েস লিস্ট সাজানোর ব্যবস্থা
  • ফি পেমেন্ট অপশন (বিকাশ, নগদ, রকেট)
  • বিস্তারিত নির্দেশিকা

কলেজ চয়েস সাজানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নাও।

১ থেকে ১০ পর্যন্ত তোমার পছন্দের কলেজগুলো একটি কাগজে লিখে রাখো।
আবেদনের দিন এই লিস্ট দিয়েই কাজ করবে।

 

ভর্তি নিশ্চিতকরণ পরবর্তী ধাপগুলো কেমন হবে?

➡ যারা প্রথম ধাপে কলেজ পাবে, তাদেরকে নির্দিষ্ট ফি দিয়ে নিশ্চয়ন করতে হবে
➡ নিশ্চয়ন না করলে সেই সিট চলে যাবে অপেক্ষমাণ তালিকায় থাকা অন্য শিক্ষার্থীদের কাছে।
➡ ৪টি ধাপে ভর্তি কার্যক্রম শেষ হবে।
➡ এরপর শুরু হবে ক্লাস।

 কলেজ ভর্তি তথ্য

বর্তমানে আবেদন শুরু হয়নি বলে এক্স-অ্যাডমিশনের সাইটে ঢোকা যাচ্ছে না। তবে নীতিমালা অনুমোদনের পর সবকিছু স্বাভাবিকভাবে চালু হবে ইনশাআল্লাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *