এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বিশেষ বৃত্তির ঘোষণা
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫ এসএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ
২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল মেধাবী শিক্ষার্থীদের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ঘোষণা করেছে বিশেষ শিক্ষাবৃত্তি। প্রতি বছরের মতো এবারও শিক্ষারত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ চলছে।
বিষয় | বিস্তারিত |
বৃত্তির সময়কাল | ২ বছর (এইচএসসি পর্যন্ত) |
মাসিক বৃত্তির পরিমাণ | ২,০০০/- টাকা |
বার্ষিক অনুদান | |
পাঠ্য উপকরণের জন্য | ২,৫০০/- টাকা |
পোশাক/পরিচয়ের জন্য | ১,০০০/- টাকা |
বৃত্তির সুবিধা ও সময়কাল:
বিষয় | বিস্তারিত |
বৃত্তির সময়কাল | ২ বছর (এইচএসসি পর্যন্ত) |
মাসিক বৃত্তির পরিমাণ | ২,০০০/- টাকা |
বার্ষিক অনুদান | |
পাঠ্য উপকরণের জন্য | ২,৫০০/- টাকা |
পোশাক/পরিচয়ের জন্য | ১,০০০/- টাকা |
গুরুত্বপূর্ণ শর্তাবলি:
- যারা অন্য সরকারি বা বেসরকারি বৃত্তি পায়, তারা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য নয়।
- গ্রামীণ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রতি ১০০ জনে ৯০ জন গ্রামীণ এলাকা থেকে নির্বাচন করা হবে।
- শিক্ষার্থীদের পরিবারে আর্থিক অস্বচ্ছলতা থাকতে হবে।
- প্রাথমিকভাবে নির্বাচিতদের ‘Primary Selection Letter’ ডাউনলোড করে ব্যাংকে জমা দিতে হবে।
আবেদনের সময়সূচি:
-
আবেদন শুরু: ৮ আগস্ট ২০২৫
-
অনলাইনে আবেদন লিংক:
-
প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫
-
ডাচ্-বাংলা ব্যাংকে কাগজপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র :
- পাসপোর্ট সাইজের ছবি
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও নম্বরপত্র
- জন্ম সনদ / জাতীয় পরিচয়পত্র
- শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র
নির্দেশনা:
- অনলাইন ব্যতীত কোনোভাবেই আবেদন গ্রহণযোগ্য নয়।
- সকল প্রমাণপত্র সঠিকভাবে স্ক্যান করে সাবমিট করতে হবে।
- আবেদনপত্রের ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে।
এই বৃত্তি সুযোগটি ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণদের জন্য একটি দারুণ সহায়তা হতে পারে।
Good
I
আমি গ্রামীণ এলাকার নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন কৃষক। আমি এসএসসি ২৫ ব্যাচে সাইন্স গ্রুপ থেকে পরীক্ষা দিছি এবং আমার জিপিএ -৪.৪৪। এই বৃত্তি পেলে কলেজ জীবনে পড়ালেখার অনেক বেশি উপকার হবে।
আমি সাইন্স বিভাগ থেকে ৪.৭২ পাইছি । আমি কি পাব?
আমরা ২বোন ১ ভাই। বাবা টুকটাক কাজ করে।
তুমি তোমার মোবাইল নম্বর আর একটা পিক দাও
আমি একজন গ্রামীণ এলাকার দরিদ্র ফ্যামিলির মেয়ে আমি এসএসসি ২৫ ব্যাচ এর সাইন্স থেকে ৪. ৪৪ পেয়েছি,, এই শিক্ষা বৃত্তি আমি যদি পাই আমার পড়াশুনার জন্য অনেক বড়ো উপকার হবে বলে আসা করি,,, যদি আমাকে এই বৃত্তি দেওয়া হয় তাহলে আমি ভালো ভাবে পড়াশুনা করতে পারবে,, দয়াকরে আমাকে বৃত্তি দিয়ে আমার স্বপ্ন পূরণের অংশীধার হবেন
I
ভাই আমি খুব গরীব পরিবারের ছেলে আমার বাবা মা আমার পড়া শোনা করানোর সামর্থ্য নেই এবৎ আমরা তিন জন ভাই বোন পড়া শোনা করা খুব কষ্ট ঽয় তাই অনুরোধ আমাকে বৃত্তি দেয়া ঽক
Biti
আমি ভোকেশনাল শাখা থেকে GPA 5পেয়েছি। আমার বাবা একজন কৃষক তাই ওনার পক্ষে আমার পড়ালেখার খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে।এত এব উপবৃত্তি পেলে আমি পরবর্তি ক্লাসে ভর্তি হতে পারবো। উপবৃত্তি পেলে আমার অনেক উপকার হবে।🥹🥹🥹
আমি উপবৃত্তিটি গ্রহন করতে ইচ্ছুক
আবেদনের শেষ তারিখ ৭ ই আগস্ট আর আপনি বলছেন ৮ ই আগস্ট শুরু। একটু শিওর হয়ে জানাবেন প্লিজ