অনার্সে ১ম মেধা তালিকায় ভর্তির পর করণীয় কী ?

প্রিয় শিক্ষার্থীরা, অনার্স ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন, তাদের জন্য ভর্তি কার্যক্রমের সময়সীমা আজ ১৫ জুলাই শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে যারা ভর্তি হতে পেরেছেন, তারা চূড়ান্তভাবে কলেজে ভর্তি হবেন। যারা কোনো কারণে এখনো ভর্তি হতে পারেননি, তাদের সামনে রয়েছে মাইগ্রেশন কিংবা দ্বিতীয় মেধা তালিকার সুযোগ।

অনার্স দ্বিতীয় মেধা তালিকার ফলাফল কবে প্রকাশিত হবে?

অনেক শিক্ষার্থীর প্রশ্ন: “ভাইয়া, দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে?”
যেহেতু প্রথম মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আজ ১৫ই জুলাই শেষ হচ্ছে, ধারণা করা যাচ্ছে দিনের মধ্যেই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

প্রথম মেধা তালিকায় যারা ভর্তি হয়েছেন তাদের করণীয়

যেসব শিক্ষার্থীরা ভর্তি ফর্ম পূরণ করেছেন, তাদের এখন যা করতে হবে:

  1. ভর্তি ফর্মের প্রিন্ট কপি সহ ৫৬৫ টাকা রেজিস্ট্রেশন ফি কলেজে জমা দিতে হবে।
  2. এই টাকা সরাসরি কলেজে গিয়ে বা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অপশনের মাধ্যমে পাঠানো যাবে।
  3. কলেজে গিয়ে বলা উচিত: “আমি রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে এসেছি” – তারা বিস্তারিত বুঝিয়ে দেবে।

মনে রাখবেন, এই ধাপের পর চূড়ান্ত ভর্তি চলবে, যেখানে কলেজভেদে ভিন্ন ভিন্ন ফি দিতে হতে পারে। কার কোথায় কত টাকা লাগবে, সে বিষয়ে আমরা আগেই “Sohel Rana” ইউটিউব চ্যানেলে আলাদা ভিডিওতে আলোচনা করেছি।

অনার্সে ভর্তি হতে যেসব ডকুমেন্টস লাগবে

ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখুন:

  • অনলাইন ভর্তি ফর্মের প্রিন্ট কপি
  • এইচএসসি/সমমানের সনদপত্র ও মার্কশিট
  • এসএসসি/সমমানের সনদপত্র ও মার্কশিট
  • সদ্য তোলা ছবি
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ
  • রেজিস্ট্রেশন ফি জমার রসিদ

অনার্স মাইগ্রেশন তথ্য

 দ্বিতীয় মেধা তালিকা রিলিজ স্লিপ :

যারা চান্স পেয়েও ভর্তি হননি অথবা মাইগ্রেশন অন রেখেছেন, তাদেরকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেধা তালিকার ফলাফলের জন্য।

যেসব শিক্ষার্থী কোনো কলেজেই চান্স পায়নি, তারাও দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ পেতে পারে।

দুইটি মেধা তালিকা শেষ হওয়ার পর প্রথম রিলিজ স্লিপে আবেদন নেওয়া শুরু হবে। এটি নিয়েও অনেক শিক্ষার্থীর প্রশ্ন রয়েছে:
ভাইয়া, রিলিজ স্লিপ কবে শুরু হবে?”
আমরা সার্বক্ষণিক এ বিষয়ে নজর রাখছি। যেইমাত্র অফিশিয়াল কোনো নোটিশ আসবে, সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এই মুহূর্তে আপনারা যা করবেন:

  • ভর্তি ফি ও কাগজপত্র প্রস্তুত রাখুন
  • যারা দ্বিতীয় মেধা তালিকা বা রিলিজ স্লিপের জন্য অপেক্ষমাণ, তারা আমাদের অফিসিয়াল সাইটগুলোতে নজর রাখুন
  • নতুন কোনো আপডেট আসলে সোহেল রানা চ্যানেলেই সবার আগে পাবেন

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *