ইংরেজি প্রথম পত্রে কম নাম্বার পেলেও পাশ করা যাবে

এইচএসসি ২০২৫ ইংরেজি খাতা দেখা নিয়ে সুখবর,শিক্ষক কিভাবে নম্বর দিবে  

এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসার পর অনেকেই টেনশনে আছো—কে পাশ করবে, কে ফেল করবে, কে এ প্লাস পাবে, আবার কেউ ভাবছো—এ প্লাসটা যেন মিস না হয়ে যায়। ইংরেজির প্রথম পত্র নিয়ে তাই স্বাভাবিকভাবেই অনেকের মনেই দুশ্চিন্তা। আবার অনেকেই দ্বিতীয় পত্রের গ্রামার ও রাইটিং পার্ট নিয়ে চিন্তায় আছো। দুটো পত্র মিলিয়ে মোট কত নম্বর আসবে, তা নিয়ে সবার মাঝে একটা চিন্তা কাজ করছে।

আজকের এই লেখাটা তোমার সেই টেনশনকে কিছুটা হলেও হালকা করবে। কারণ প্রথমেই বলি, আমাদের ইংরেজি বিষয়ে পাশ ও গ্রেডিং দুই পত্র মিলিয়েই হিসাব করা হয়। যেমনঃ এ প্লাস, এ মাইনাস, পাশ—সবই দুই পত্র মিলেই নির্ধারিত হয়। তাহলে পাশ করার ক্ষেত্রেও নিশ্চয়ই একই নিয়ম হবে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম পত্রে কম নম্বর পেলেও দ্বিতীয় পত্রে ভালো করলে পাস করে যাওয়া সম্ভব।

ইংরেজিতে পাশ করতে হলে কত নাম্বার দরকার?

প্রতিটি পত্রে ১০০ নম্বর করে মোট ২০০ নম্বর। যদি প্রতিটি পত্রে ৩৩ করে নাম্বার পাও, তাহলে মোট ৬৬ নাম্বার—মানে তুমি পাস করে গেছো। এমনকি, যদি প্রথম পত্রে ৩০ পাও, আর দ্বিতীয় পত্রে ৩৬ পাও, তাহলেও পাস। দুই পত্রের মোট নম্বরটাই মূল বিষয়। আবার, যদি তোমার লক্ষ্য থাকে এ প্লাস, তাহলেও দুই পত্র মিলে ১৬০+ নাম্বার তুলতে পারলেই সেটা সম্ভব।

ইংরেজি পরীক্ষায় বানান ভুলে নাম্বার কমে যায়

ইংরেজি খাতা কিভাবে মূল্যায়ন হয়?

ইংরেজির দুটি পত্রের খাতা দুটি আলাদা শিক্ষক দেখেন। এখানে শিক্ষা বোর্ডের OMR বা মেশিনের কোনও কাজ নেই। অর্থাৎ, শিক্ষক যেভাবে নাম্বার দিবেন, সেটাই চূড়ান্ত। শিক্ষক বুঝে ফেলেন পরীক্ষার্থী কেমন লিখেছে ।

অন্য বিষয়ে যেমন এক নম্বর কম থাকলেও কেউ কিছু করতে পারে না (কম্পিউটার গণনার কারণে), কিন্তু ইংরেজিতে শিক্ষকের হাতেই সব। যেমন, কেউ যদি ৭৮ বা ৭৯ পায়, শিক্ষক বুঝতে পারলে তাকে ৮০ করে এ প্লাস দিয়ে দিবেন। কারণ শিক্ষক জানেন—৭৮ পাওয়া মানেই সে একজন মেধাবী শিক্ষার্থী।

কিন্তু শিক্ষকের কাছ থেকে ভালো রেজাল্ট পেতে হলে কি করতে হবে?

শুধু আশা করলেই হবে না। তোমাকে খাতায় এমনভাবে লিখতে হবে যেন শিক্ষক বুঝতে পারেন—তুমি ভালো প্রস্তুতি নিয়ে এসেছিলে।

  • গুছিয়ে, পরিষ্কারভাবে লেখো।
  • বানান ভুল এড়াও।
  • প্যারাগ্রাফ, লেটার বা কম্পোজিশনে গঠন ঠিক রাখো।
  • গ্রামারের নিয়ম যতটা পারো ঠিক রাখো।

তাহলেই শিক্ষক সর্বোচ্চ নাম্বারটা দিতে উৎসাহ পাবেন।

ইংরেজি ১ম ও ২য় পত্র মিলিয়ে পাশ মার্ক কত

পরামর্শ

ইংরেজি নিয়ে টেনশন করো না। তুমি যদি খাতায় ঠিকমতো লিখে আসো, তাহলে নিশ্চিন্ত থাকো—তোমার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। যারা খালি খাতা জমা দিয়ে আসে বা লেখায় খুব বেশি ভুল করে, তাদেরই সমস্যার মুখে পড়তে হয়।

তাই পরীক্ষায় মনোযোগ দিয়ে লেখো, গুছিয়ে লেখো। পাশ বা A+ দুইটাই সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *