HSC 2025: প্রশ্নফাঁসের ফাঁদে পা দিও না!

এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষা হবে আর প্রশ্ন ফাঁস হবে না, তাই কি কখনো হয়?

বোর্ড পরীক্ষা আসলেই বিভিন্ন কায়দায় প্রশ্ন ফাঁস হয়। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এমন কোন প্রশ্ন নাই যেই প্রশ্ন দিয়ে শিক্ষার্থীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় একদল কুচক্র। পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্ন তোমাকে খুঁজতে হবে না,  প্রশ্নই তোমার কাছে হেঁটে হেঁটে আসবে। এমন কোন এভিডেন্স নাই, এমন কোন প্রুফ নাই যে প্রুফটা তোমাকে দেওয়া হবে না যার কারণে তুমি বিশ্বাস করতে বাধ্য , হ্যাঁ আসলেই তো এইটা এইচএসসি ২০২৫ পরীক্ষার প্রশ্ন। তোমাকে জুম করেও দেখাবে তারা, পিকচার  বা ভিডিওর মাধ্যমে। বলবে এই দেখো এইচএসসি ২০২৫ পরীক্ষার প্রশ্ন, তুমি বিশ্বাস করতে বাধ্য, পরবর্তীতে সে প্রশ্নও তুমি কিনবে।

আমরা আমাদের অনেকগুলো ভিডিওর মাধ্যমে আপাতত যে প্রশ্ন ফাঁসের বিষয়গুলো ছড়াচ্ছে বা নিউজগুলো প্রকাশ পাচ্ছে, তার প্রত্যেকটা নিউজই যে গুজব সেটা আমরা অনেক আগেই বলেছি। কিন্তু তুমি এই প্রশ্ন কিনবে কেনার পরবর্তীতে এই প্রশ্ন পড়বে। মানে তুমি তোমার সকল প্রিপারেশন বাদ দিবে বোর্ড প্রশ্ন হাতে পেয়ে। আমাদের ১০০ টাকার কোর্স কিনেছো না তুমি? ওই কোর্সের একটা জিনিসও তুমি পড়বে না। তুমি কি করবে? তুমি যে প্রশ্ন পেয়েছো ওই প্রশ্নের এভরিথিং তুমি কমপ্লিট করবে, পরীক্ষার আগ মুহূর্তে কঠোর পরিশ্রম করবে, রাত একটা দুইটা পর্যন্ত পরিশ্রম করে কমপ্লিট করবে, যেগুলো উত্তর জানো না সেগুলো শিক্ষকের সহায়তা নিয়ে উত্তর কমপ্লিট করবে।

HSC 2025 প্রশ্নফাঁস

পরবর্তীতে পরীক্ষার হলে ঠিকই পরীক্ষা দিতে যাবে এবং পরীক্ষার হলে যখন বোর্ড প্রশ্নটা তোমার কাছে দেওয়া হবে, মানে তোমার সামনে দেওয়া হবে দেখবে একটা প্রশ্নও মিল নাই। প্রত্যেকটা প্রশ্ন আনকমন। ফেল কি তুমি করবে নাকি ফেল আরেকজন শিক্ষার্থী করবে?

যে আমাদের গাইডলাইন সাজেশন গুলো ফলো করে পড়েছিল। যে শিক্ষা বোর্ডের দেয়া সিলেবাস অনুসারে প্রিপারেশন নিয়েছিল। ফেল করবে কে? ফেল করবে তুমি। কারণ কি? তুমি সেই দিকে ধাবিত হয়েছো পরীক্ষার আগ মুহূর্তে যেই দিকে যাওয়া তোমার উচিত হয় নাই। এইরকম কাজ শুধুমাত্র 2025 সালে হবে এমনটা না। প্রতিবছর আমরা এত পরিমাণ সতর্ক করি শিক্ষার্থীদেরকে তারপরও শিক্ষার্থীরা ঠিকই সে ফাঁদে পড়ে যাচ্ছে। যাদের উদ্দেশ্য টাকা ইনকাম করা তারা যে কোন প্রসেসে তোমার থেকে টাকা নিবে।

কিন্তু তুমি বোকামি করছো। ওই যে প্রশ্ন দিচ্ছে একবারে রিয়েল প্রশ্ন। পরীক্ষায় বসার আগে তোমার উদ্দেশ্যই ছিল অসৎ এই অসৎ উদ্দেশ্য নিয়ে কখনো পরীক্ষার হলে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে? আল্লাহর কাছে বারবার করে দোয়া করছো,  আল্লাহ আমার যেন সব কমন আসে, পরীক্ষা যেন ভালো হয়।

বাসা থেকে যাওয়ার সময় বলছো মা দোয়া করো পরীক্ষা যেন ভালো হয়, এই দোয়া কোন কাজে লাগবে? কক্ষনো না, একে তুমি পরীক্ষার হলে সে প্রশ্ন কমন পাবে না। দ্বিতীয়ত এমনি প্রিপারেশন নিলে যে পরিমাণ ভালো রেজাল্ট করতে, প্রশ্ন ফাঁসের এই বিষয়গুলোকে বিশ্বাস করে একেবারে তোমার রেজাল্ট আসবে ফেল। প্রচুর পরিমাণ খারাপ রেজাল্ট হবে।

“বাংলা প্রথম পত্রের সাজেশন”

২০২৫ সালে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজ অলরেডি তারা এনাউন্সমেন্ট করে দিয়েছে যে আমরা 100% কমন প্রশ্ন দিচ্ছি।  শিক্ষার্থীরা যারা যারা প্রশ্ন নিতে চাও আমাদের গোপন গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হও।  আমাদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হও। আমাদের গোপন ইমু গ্রুপ আছে সেখানে যুক্ত হও । প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি আমি কিন্তু অলরেডি তোমাদের “বাংলা প্রথম পত্রের সাজেশন” আপলোড করে দিয়েছি ইউটিউবে। 👉 সাজেশন ভিডিও দেখতে এখানে ক্লিক করো

সেই সাজেশনে প্রত্যেকটা বলা কথা মত যদি তুমি পরীক্ষার আগ মুহূর্তে প্রিপারেশন নিতে পারো 100% যে প্রশ্ন তুমি কমন পাবে ওই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে । আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে।

তারপরও যদি এ ধরনের প্রশ্ন তোমাদেরকে কিনতে হয় সেক্ষেত্রে আমি একটা কথাই বলব যে, আপাতত এইচএসসি পরীক্ষায় তোমার ভালো রেজাল্ট করার কোন এখতিয়ার নাই। তোমার প্রশ্ন কেন লাগবে তুমি যদি একটু মাথা খাটিয়ে অল্প একটু পরিশ্রম করো। তুমি যদি আমাদের কোর্সে দেওয়া পিডিএফ গুলো কমপ্লিট করো সেক্ষেত্রে পরীক্ষার হলে তুমি ভালো মত প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। তারপরেও যদি তোমার প্রশ্নের প্রয়োজন হয় তাহলে এখানে আর বলার কিছু থাকে না। এবং তুমি যে মাস্টবি পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে এটা 100% সিওর।

প্রশ্নফাঁস থেকে বাঁচার উপায় ও সতর্কতা

তোমাকে অনেকেই টার্গেট করে বিভিন্নভাবে ম্যাসেজ দিবে, আমাদের কাছে বোর্ড প্রশ্ন আছে গোপনীয়ভাবে কিছু টাকা দাও আমরা এই প্রশ্নগুলো তোমাকে দিয়ে দিব। অনেকে বিশ্বাস করছে এবং1000, 2000, 5000, 10,000 করে টাকাও দিচ্ছে। পরবর্তীতে এসে Always Update এর ভিডিওর নিচে কমেন্ট করবে ভাই আমি তো টাকা দিয়ে ফেলেছি। এই যে আমরা নিষেধ করছি, বারণ করছি তারপর আবার বলবে টাকা দিয়ে ফেলেছি।

পরীক্ষার এই মুহূর্তে এটা বড় রকমের একটা ক্রাইম। এইটার সাথে যারা যুক্ত থাকবে অবশ্যই প্রশাসন তার শাস্তির ব্যবস্থা করবে যদি কোনভাবে প্রমাণিত হয়।  প্রত্যেকটা শিক্ষার্থীকে বলব যে, এইচএসসি ২০২৫ পরীক্ষার প্রশ্ন ফাঁস কখনো সম্ভবনা। আপাতত এই টাইমে এসে কখনো সম্ভব না । সেক্ষেত্রে কেউ যদি প্রশ্ন ফাঁসের কথা বলে বা প্রশ্ন দেয়ার কথা বলে তোমার কাছ থেকে টাকা চায়, ডিরেক্টলি তাকে ব্লক করে দিবে। একটা পয়সাও দিবে না । একটা পয়সা দিলে মনে করবে ঐ একটা পয়সাও লস। কারণ কি প্রশ্ন ফাঁস সম্ভব না। প্রশ্ন তুমি পাবে না এই বিষয়টা মাথায় রাখবে এবং পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিবে পরীক্ষার আগ মুহূর্তে।  আমরা সতর্ক করার পরও অনেক শিক্ষার্থী ফাঁদে পড়ে যায়। তারপরও আমার দিক থেকে আমার সাথে যারা কানেক্টেড আছো তাদের ভালোর দিক চিন্তা করে আমি জাস্ট এলার্ট করলাম অবশ্যই আমার কথাগুলো মেনে চলবে এবং আমাদের সাজেশন অনুযায়ী বা আমাদের পিডিএফ গুলো অনুযায়ী পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিবে। আশা করি বুঝতে পেরেছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *