বিএএফ শাহীন কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বিএএফ শাহীন কলেজে ১৭ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ, আবেদন চলছে

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ৬টি পদে মোট ১৭ জন শিক্ষক–কর্মচারী নিয়োগ দিচ্ছে। অনলাইনে আবেদন চলবে ২৬ আগস্ট ২০২৫ রাত ১১:৫৯ পর্যন্ত

নিয়োগ সংক্ষেপ:

  • প্রতিষ্ঠান: বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা
  • পদের সংখ্যা: ৬টি ক্যাটাগরিতে মোট ১৭ জন
  • চাকরির ধরন: স্থায়ী
  • আবেদনকারীর ধরন: নারী–পুরুষ
  • সর্বোচ্চ বয়স: ৩৫ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
  • লিখিত পরীক্ষা: ৩০ আগস্ট ২০২৫ (শনিবার)
  • সকাল ০৯:০০ টা – কলেজ প্রাঙ্গণ, কুর্মিটোলা
  • বিকাল ১৫:০০ টা – একই স্থান
  • আবেদন ফি (অনলাইনে):
  • প্রভাষক: ৬৬০
  • সহকারী শিক্ষক: ৫৬০
  • অফিস সহকারী/হিসাব সহকারী/পিএ: ৩৬০
  • অফিস সহায়ক/আয়া: ২৬০

কোন কোন পদে কতজন

কলেজ শাখা :

প্রভাষক – জন

  • পদার্থবিজ্ঞান – ১
  • হিসাববিজ্ঞান – ১
  • গণিত – ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/সমমানসহ স্নাতকোত্তর বা বছর মেয়াদি অনার্স ডিগ্রি।

বিএএফ শাহীন কলেজে শিক্ষক নিয়োগ ২০২৫

স্কুল শাখা:

  • সহকারী শিক্ষক (প্রভাতী) – জন
  • জীববিজ্ঞান – ১
  • গার্হস্থ্য বিজ্ঞান – ১
  • ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং – ১
  • সাধারণ – ১
  • সহকারী শিক্ষক (দিবা) – জন
  • সাধারণ – ১
  • সহকারী শিক্ষক (ইংরেজি ভার্সন, দিবা) – জন
  • গণিত – ১
  • ইংরেজি – ১
  • বিজ্ঞান (পদার্থ) – ১
  • সাধারণ – ১

যোগ্যতা (সব স্কুল পদের জন্য): সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/সমমানসহ স্নাতকোত্তর বা বছর মেয়াদি অনার্স। সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বর থাকতে হবে।

অফিস শাখা:

  • অফিস সহকারী – জন
    যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ এইচএসসি পাস
  • পিএ – জন
    যোগ্যতা: কম্পিউটারে দক্ষতাসহ এইচএসসি পাস (শিক্ষাজীবনে যেকোনো একটি ৩য় বিভাগ/সমমান গ্রহণযোগ্য)।
  • হিসাব সহকারী – জন
    যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস, কম্পিউটার দক্ষতা; (শিক্ষাজীবনে যেকোনো একটি ৩য় বিভাগ/সমমান গ্রহণযোগ্য)।
  • ৪র্থ শ্রেণির কর্মচারী – জন
  • অফিস সহায়ক – ১
  • আয়া –

বিএএফ শাহীন কলেজে শিক্ষক নিয়োগ ২০২৫

যোগ্যতা: জেএসসি/এসএসসি বা সমমান পাস

মোট পদ = ৩ (প্রভাষক) + ৯ (সহকারী শিক্ষক) + ৫ (অফিস শাখা) = ১৭ জন

অনলাইনে আবেদন করার নিয়ম:

ওয়েবসাইটে যান: বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার অফিসিয়াল সাইটে প্রবেশ করুন।

  1. পছন্দের পদ বাছাই: বিজ্ঞপ্তি থেকে সংশ্লিষ্ট পদ নির্বাচন করুন।
  2. রেজিস্ট্রেশন/লগইন: নাম, মোবাইল, ইমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন।
  3. ফর্ম পূরণ: ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) সঠিকভাবে দিন।
  4. ছবি স্বাক্ষর আপলোড: সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবিস্বাক্ষর স্ক্যান করে যুক্ত করুন।
  5. প্রিভিউ চেক: সব তথ্য মিলিয়ে দেখে নিন—ভুল থাকলে সংশোধন করুন।
  6. ফি পরিশোধ: নির্ধারিত অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়ে পদভেদে ফি জমা দিন (উল্লেখিত টাকার সাথে অনলাইন চার্জ প্রযোজ্য)।
  7. আবেদন সাবমিট: সাবমিট করে ট্রানজ্যাকশন আইডি/রসিদ সংরক্ষণ করুন এবং অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড/প্রিন্ট রাখুন।
  8. এডমিট কার্ড: পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী এডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষার দিনে সঙ্গে রাখুন।

গুরুত্বপূর্ণ তারিখ নির্দেশনা:

  • শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫, রাত ১১:৫৯
  • লিখিত পরীক্ষা: ৩০ আগস্ট ২০২৫ (শনিবার)
  • সেশন–১: সকাল ০৯:০০
  • সেশন–২: বিকাল ১৫:০০
  • স্থান: বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, কুর্মিটোলা

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

  • ডকুমেন্ট (প্রয়োজনে): জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, সব একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার প্রমাণপত্র, সদ্য তোলা ছবি ও স্বাক্ষর।
  • ভুল তথ্য/অসম্পূর্ণ আবেদন বাতিলযোগ্য। বয়সশিথিলতা শুধুমাত্র অভিজ্ঞতার ক্ষেত্রে প্রযোজ্য—প্রতিষ্ঠানের সিদ্ধান্ত চূড়ান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *