১২ দিন পর খুললো মাইলস্টোন, নেই শিক্ষার্থীদের হৈ-হুল্লোড়

দীর্ঘ ১২ দিন ছুটির পর অবশেষে খুলেছে রাজধানীর অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। তবে এই প্রত্যাবর্তন ছিল ব্যতিক্রমী। চিরচেনা চিত্রের পরিবর্তে দেখা গেল নিস্তব্ধতা। নেই সেই পরিচিত কোলাহল, নেই বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার উচ্ছ্বাস, নেই শিক্ষার্থীদের স্বাভাবিক হৈ-হুল্লোড়। পুরো ক্যাম্পাস জুড়ে যেন নেমে এসেছে এক অদ্ভুত স্তব্ধতা।

কেন বন্ধ ছিল কলেজ?

জানা যায়, তীব্র গরম, অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ ও কিছু প্রশাসনিক সিদ্ধান্তের কারণে কলেজ কর্তৃপক্ষ ১২ দিনের এক টানা ছুটি ঘোষণা করে। এর মাঝে ছিল ঈদের ছুটি ও আনুষঙ্গিক অবকাশ। ফলে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ধরে নিয়েছিল ছুটি আরো বাড়বে।

 শিক্ষার্থীদের অনুপস্থিতি কেন?

কলেজ খুলেছে, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল হতাশাজনকভাবে কম। অনেক শিক্ষার্থী ক্লাস শুরুর খবর জানেনি, কেউ আবার আগেভাগেই ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছে। অনেকে কলেজ খোলার পরও ক্লাস না হওয়ার আশঙ্কায় ফিরতে চায়নি।

এক শিক্ষার্থী বলেন,

আমরা ভেবেছিলাম ক্লাস শুরু হবে না, তাই আসিনি। তাছাড়া হঠাৎ করে ফিরে গিয়ে প্রস্তুতি ছাড়া ক্লাসে বসাও কঠিন।”

শিক্ষক স্টাফদের ভূমিকা:

কলেজ খোলার দিনে শিক্ষকদের উপস্থিতি ছিল শতভাগ। ক্লাসরুমে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও শিক্ষকরা তাঁদের রুটিন অনুযায়ী প্রস্তুত ছিলেন। অনেক শিক্ষকই বলেন, ছুটির পরের প্রথম সপ্তাহ এমনই হয়। তবে তারা শিক্ষার্থীদের ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।

প্রশাসনের উদ্যোগ:

মাইলস্টোন কলেজ প্রশাসন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ নিয়েছে:

  • ক্লাস রুটিন ও একাডেমিক ক্যালেন্ডার আপডেট করে দেওয়া হচ্ছে।
  • এসএমএস ও কলেজের ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে।
  • শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ক্লাসে অংশগ্রহণ, অ্যাসাইনমেন্ট ও মূল্যায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

 শিক্ষার্থীদের প্রতি আহ্বান:

শিক্ষা জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের এখনই ক্যাম্পাসে ফিরে আসা জরুরি। ছুটির পর অলসতা কাটিয়ে নিয়মিত ক্লাসে অংশ নেওয়াই সফল ভবিষ্যতের প্রথম ধাপ।

১২ দিন পর মাইলস্টোন কলেজ খুললেও শিক্ষার্থীদের অনুপস্থিতি প্রতিষ্ঠানটিকে প্রাণহীন করে রেখেছে। তবে আশা করা যায়, আগামী কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীরা ধীরে ধীরে ফিরবে ক্লাসে, করিডোরে জমবে কথার ঝড়, মাঠে দেখা যাবে প্রাণচাঞ্চল্য – আর ফিরবে সেই চিরচেনা হৈ-হুল্লোড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *