HSC ভর্তি ফলাফল প্রকাশ তারিখ ২০২৫
কলেজ ভর্তি রেজাল্ট কবে দিবে? – জেনে নিন এক নজরে!
“আবেদন তো করলাম, কিন্তু রেজাল্ট কবে দিবে?”
এই প্রশ্নটা এখন লাখ লাখ শিক্ষার্থীর মুখে মুখে। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার এই যাত্রা যেন একটা নতুন স্বপ্নের শুরু। আর এই স্বপ্নের প্রথম ধাপই হলো – মেধা তালিকা প্রকাশ।
প্রথম মেধা তালিকা কবে দিবে?
প্রথম মেধা তালিকা প্রকাশ হবে: ২০ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮টার পর
এই দিনেই আপনি জানতে পারবেন – আপনি কোন কলেজে সুযোগ পেয়েছেন।
রেজাল্ট পাওয়া যাবে:
- ওয়েবসাইটে লিংক- এই লিংকে ক্লিক করুন
- আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে
রেজাল্ট দেখবেন কীভাবে?
১. ওয়েবসাইটে ঢুকে “Applicant’s Login” বাটনে ক্লিক করুন
২. SSC রোল, বোর্ড, পাশের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করুন
৩. এরপর আপনার ড্যাশবোর্ডে মেধা তালিকা ও কলেজের নাম দেখতে পাবেন
গুরুত্বপূর্ণ:
- রেজাল্ট বের হওয়ার আগেই মোবাইল ব্যালান্স ও ইন্টারনেট ঠিক রাখুন
- ভর্তি নিশ্চিত করার সময় ভুল না করে মোবাইল নাম্বার ও ট্রানজেকশন ঠিকমতো দিন
- মাইগ্রেশন চাইলে অপশন চালু রাখুন – না চাইলে বন্ধ করুন
কলেজে ভর্তি ফলাফল চেক করার নিয়ম ২০২৫
অপেক্ষার অবসান, স্বপ্নের শুরু
আপনার কাঙ্ক্ষিত কলেজে সুযোগ মিলবে কি না – সেই উত্তরের জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না।
২০ আগস্ট সন্ধ্যা ৮টার পরই আপনি পেয়ে যাবেন প্রথম দফার রেজাল্ট।
পরামর্শ:
আপনি যেই কলেজেই চান্স পান না কেন, মন খারাপ না করে চেষ্টা চালিয়ে যান। মনে রাখবেন – সফলতার কলেজ নয়, প্রয়োজন হয় ইচ্ছাশক্তি!