সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে : ২২ ২৩ আগস্ট

ঢাকার সাতটি সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মিলিত ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার আগে অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হবে, যা শিগগিরই প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শুরু হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস হোসেন।

তিনি জানান, “আজকের সভায় আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ আগস্ট বিকেলে এবং ২৩ আগস্ট সকালে- দুই শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।”

বুয়েটের টেকনিক্যাল সহায়তা পরবর্তী পদক্ষেপ

ভর্তি পরীক্ষা পরিচালনার টেকনিক্যাল দিকগুলোতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহযোগিতা করবে বলে জানানো হয়েছে। এছাড়া ভর্তিপরীক্ষা পরিচালনা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী শনিবার, ২৬ জুলাই- ভর্তি কমিটির আরেকটি সভা অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এই সভার পরপরই অনলাইনে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার কাঠামো অনুমোদন প্রসঙ্গে

উল্লেখ্য, গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাত কলেজের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সাত কলেজের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা সমমানের একটি স্বতন্ত্র কাঠামোর আওতায়।

যে সাতটি কলেজ অন্তর্ভুক্ত

ভর্তিপরীক্ষায় অংশগ্রহণকারী সাতটি সরকারি কলেজ হলো:

  1. ঢাকা কলেজ

  2. ইডেন মহিলা কলেজ

  3. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

  4. সরকারি বাঙলা কলেজ

  5. কবি নজরুল সরকারি কলেজ

  6. সরকারি তিতুমীর কলেজ

  7. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *