মেডিকেল কলেজ চান্স মিল্লাত মাদ্রাসা
২০০ মেধাবীর অসাধারণ সাফল্য: তা’মীরুল মিল্লাতে সংবর্ধনা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ জুলাই ২০২৫
বাংলাদেশের অন্যতম শীর্ষ দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। প্রায় ২০০ শিক্ষার্থী দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে।
প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু জানায়, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ৪০ জনের বেশি শিক্ষার্থী, মেডিকেলে ৩ জন এবং বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন শিক্ষার্থী সফল হয়েছেন। এছাড়া, অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০ শিক্ষার্থী স্থান করে নিয়েছেন।
এমন অসাধারণ কৃতিত্ব উদযাপনে আজ শুক্রবার বিকেলে মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাকসুর ভাইস প্রেসিডেন্ট ইকবাল কবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুল হক আজাদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাকসুর জেনারেল সেক্রেটারি সাইদুল ইসলাম।
ঢাবি বুয়েট চান্স তামিরুল মিল্লাত
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যে শিক্ষার্থী নিজের পাশাপাশি জাতির কল্যাণ চিন্তা করে, সাফল্য তারই হাতের মুঠোয়।“
অধ্যাপক আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, “নির্ভুল আমল ও সুন্দর আখলাকের মাধ্যমে দুনিয়া ও আখিরাত—দুই জায়গাতেই সফল হওয়া সম্ভব।“
সভাপতির বক্তব্যে ইকবাল কবির বলেন, “এই অর্জন প্রমাণ করেছে—দ্বীনি ও জেনারেল শিক্ষার সমন্বয় কেবল সম্ভবই নয়, বরং অত্যন্ত কার্যকর। এটি শুধু তা’মীরুল মিল্লাতের নয়, পুরো দ্বীনি শিক্ষাব্যবস্থার বিজয়।“
মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া রবিউল ইসলামকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের সফল শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেওয়া হবে।