এইচএসসি ২০২৫ ইংরেজি প্রথম পত্র খাতায় লেখার নিয়ম
এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা।
এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা, তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার আগমুহূর্তে শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে-কোন প্রশ্নে কতটুকু লিখতে হবে, কয় পৃষ্ঠায় লিখতে হবে। অনেকে চিন্তিত থাকো যে কম লিখলে শিক্ষক নম্বর দেবেন কিনা, আবার বেশি লিখলেও নম্বর কাটা যেতে পারে।
তাই আজকের এই লেখায় আমরা পরিষ্কারভাবে আলোচনা করবো ইংরেজি প্রথম পত্রে কীভাবে উত্তর লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব এবং কোন প্রশ্নে কতটুকু লেখাই যথেষ্ট।
🔹 ১ নম্বর প্রশ্ন: MCQ, এখানে ১০টি এমসিকিউ থাকবে, প্রতিটির মান ০.৫ করে মোট ৫ নম্বর। উত্তর লেখার জন্য তুমি প্রশ্ন নম্বর ১-১০ লিখে a,b,c,d যেটা সঠিক, সেই উত্তরটি লিখতে হবে। যেভাবেই লেখো, সঠিক উত্তর থাকলেই নম্বর পাওয়া যাবে।
🔹 ১ নম্বর B অংশ: Answering Questions প্রশ্নের উত্তর লেখার সময় প্রতিটি উত্তরের শুরুতে a, b, c… দিয়ে ক্রমানুসারে লিখবে। এক উত্তর শেষ করে তবেই পরবর্তী উত্তরে যাবে।
🔹 ২ নম্বর প্রশ্ন: Flow Chart ফ্লো চার্টের ঘর সাধারণত প্রশ্নেই দেওয়া থাকে। প্রতিটি ঘরে নির্দেশিত অংশগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে। ঘর একে নিয়ে তাতে Arrow চিহ্ন দিয়ে প্রতিটি ধাপে কী লিখতে হবে, তা পূরণ করলেই হবে।
🔹 ৩ নম্বর প্রশ্ন: Summary Writing সামারি লিখতে হলে মূল প্যাসেজ থেকে তিন ভাগের এক ভাগ মুলভাব তুলে ধরতে হবে। ৮-১২ লাইনের মধ্যে শেষ করাই যথেষ্ট। এটি যত সংক্ষেপে এবং মুলভাব ধরে লেখা যায়, তত ভালো নম্বর পাওয়া সম্ভব।
🔹 ৪ ও ৫ নম্বর প্রশ্ন: Answering Questions প্রতিটি প্রশ্নে a,b,c,d এভাবে নাম্বার করে উত্তর লিখবে। খুব বেশি বাড়িয়ে লেখার দরকার নেই। যেটুকু চাওয়া হয়েছে, সেটুকু লিখলেই হবে।
এইচএসসি ২০২৫ ইংরেজি ১ম পত্র খাতায় লেখার নিয়ম
🔹 ৬ নম্বর প্রশ্ন: Rearranging Sentences প্রথমে একটি ঘর একে তার মধ্যে ক্রমানুসারে সেন্টেন্স নম্বর বসাবে। বসানোর পর যদি সময় থাকে, তাহলে সাজিয়ে পুরো বাক্যগুলোও নিচে লিখে দিতে পারো।
🔹 ৭ নম্বর প্রশ্ন: Graph/Chart Description এই অংশে দেড় থেকে দুই পৃষ্ঠা লিখলেই যথেষ্ট। খুব বেশি না লিখে, নির্দিষ্ট তথ্য ব্যবহার করে ব্যাখ্যা করতে হবে।
🔹 ৮ নম্বর প্রশ্ন: প্রথমে প্রশ্নে দেয়া অংশ টুকু পড়ে টাইটেল লিখবে। Completing Story প্রথমে প্রশ্নে দেওয়া অংশ তুলে দেবে। এরপর বাকি গল্প নিজের মতো করে শেষ করবে। শেষে একটি মোরাল (নীতিবাক্য) দিয়ে শেষ করা ভালো।
🔹 ৯ নম্বর প্রশ্ন: Formal Letter চেষ্টা করবে লেটারটি প্রশ্নপত্রের সামনের দুই পাতায় শেষ করতে। কাভার পেজ বাদ দিয়ে অন্য পৃষ্ঠায় লিখলে শিক্ষক পুরোটা দেখতে অসুবিধা হতে পারে এবং নম্বর কমে যেতে পারে।
✅ পরামর্শ: ইংরেজি প্রথম পত্রে প্রতিটি প্রশ্ন সঠিকভাবে এবং নির্দিষ্ট দৈর্ঘ্যে লেখাই সবচেয়ে জরুরি। যেভাবে এখানে বলা হয়েছে, পরীক্ষায় সেভাবেই লিখবে। ইনশাআল্লাহ, শিক্ষক কোনো নম্বর কাটতে পারবেন না এবং তুমি পুরো নম্বর পাওয়ার মতো উত্তর দিতে পারবে।