এইচএসসি ২০২৫ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবো

এইচএসসি ২০২৫ এখন থেকেই শুরু হোক প্লাস এর প্রস্তুতি!

এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য আমাদের সাজেশন পর্ব আজ থেকে শুরু হচ্ছে। আমাদের লক্ষ্য—প্রত্যেকটা বিষয়ে এমনভাবে প্রস্তুতি দেওয়া, যেন পাঁচ মিনিটের একটি আর্টিকেল তোমার এ প্লাস নিশ্চিত হয়।

কেন বাংলা প্রথম পত্রে রেজাল্ট খারাপ হয়?

বাংলা প্রথম পত্র—একটি বাধ্যতামূলক বিষয়—যেখানে অনেক শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। এর কারণ হলো, আমরা বিষয়টিকে অনেক বেশি সহজভাবে নিই। অনেকেই ভাবে কোনোভাবে পাস করলেই হবে। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আর্টিকেল পুরোটা পড়লে তুমি নিজেই বলবে— প্লাস পাওয়া এতটা সহজ!”

বাংলা প্রথম পত্র: কিভাবে প্লাস নিশ্চিত করবে?

সৃজনশীল প্রশ্ন (৭০ নম্বর):

  • ১১টির মধ্যে ৭টি প্রশ্ন লিখতে হবে।
  • সব অধ্যায় পড়া লাগবে না—শুধু সিলেবাসে উল্লেখিত অধ্যায়গুলো।
  • আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর তালিকা দিচ্ছি।
  • “লালসালু” ও “সিরাজদ্দৌলা” অধ্যায়ের জন্য আলাদা এনালাইসিস।

নাম্বার প্রশ্ন:

  • আমরা সাজেশনে ক ও খ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি।

নাম্বার প্রশ্ন:

  • মুখস্থ করতে হবে না।
  • টেকনিক শেখানো হবে—উদ্দীপক ও পাঠ্যবই মিলিয়ে কীভাবে লিখলে পুরো নাম্বার পাওয়া যায়।

MCQ (৩০ নম্বর):

  • MCQ সব প্রশ্ন মূল বই থেকেই আসে।
  • তাই গাইড বা টেস্ট পেপার না পড়ে মূল বইটাই ভালোভাবে পড়ো।
  • প্রতিটি অধ্যায়ের ইম্পর্ট্যান্ট লাইন আন্ডারলাইন করো।
  • তারপর পড়ো বিগত ৫ বছরের বোর্ড MCQ—উত্তরসহ PDF দেওয়া হয়েছে।

এইচএসসি ২০২৫ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবো

প্রস্তুতির সঠিক ফর্মুলা:

  1. মূল বই বারবার রিভিশন দাও
  2. ইম্পর্ট্যান্ট অংশ আন্ডারলাইন করো
  3. বোর্ড MCQ গুলো রিভাইজ করো
  4. সাজেশন ফলো করো
  5. আমাদের ভিডিও ও কন্টেন্ট মনোযোগ দিয়ে দেখো

কোর্সে ভর্তি হতে চাইলে:

  • উপরোক্ত নাম্বারে ১০০ টাকা সেন্ড মানি করো
  • তারপর হোয়াটসঅ্যাপে জানাও
  • সঙ্গে সঙ্গে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে
  • সেখান থেকেই তোমার এ প্লাস প্রস্তুতি শুরু!

 

শেষ কথা

বাংলা প্রথম পত্রে এ প্লাস পাওয়া খুবই সহজ—শুধু সঠিক গাইডলাইন ও সঠিক প্রস্তুতির দরকার। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা সাবজেক্ট এমনভাবে বিশ্লেষণ করবো যেন তোমার কাছে সব কিছুই সহজ মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *