জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স উপবৃত্তি ২০২৫

বর্তমানে যারা অনার্সে নতুনভাবে ভর্তি হচ্ছেন, তাদের কাছ থেকে একটি প্রশ্ন আমরা বারবার পাচ্ছি—অনার্সে কি উপবৃত্তির ব্যবস্থা আছে?”
এই প্রশ্নের উত্তর অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে অনার্সে ভর্তি হওয়া মানেই বেশ মোটা অঙ্কের টাকা ব্যয় করা। সর্বনিম্ন ২,৫০০–৩,৫০০ টাকা থেকে শুরু করে কোনো কোনো কলেজে সর্বোচ্চ ১৫,০০০ টাকাও লাগছে। সরকারি, বেসরকারি, উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে ফি ভিন্ন ভিন্ন।

তাহলে প্রশ্ন হচ্ছে—”অনার্সে উপবৃত্তি (Scholarship) পাওয়া যায় কি?”

সরাসরি উত্তর: না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পর্যায়ে এখন পর্যন্ত কোনও উপবৃত্তির ব্যবস্থা নেই

তাহলে উপবৃত্তি কোথায় পাওয়া যায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে (Degree Pass Course) ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির আবেদন কার্যক্রম থাকে। অনেক শিক্ষার্থী ভর্তি সহায়তা বা উপবৃত্তির জন্য নির্বাচিত হয়। তবে, অনার্স কোর্সে ভর্তি হওয়ার পর কলেজ থেকে কোনো ফর্ম দেয় না, বা উপবৃত্তির আবেদন নেয় না।

তাহলে কেউ অনার্সে কোনভাবে অর্থ সহায়তা পায় না?

এখানে একটি ব্যতিক্রম আছে।
যদি কেউ এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে সরকারিভাবে স্কলারশিপের জন্য সিলেক্ট হয়, তাহলে সে সেই স্কলারশিপ অব্যাহতভাবে পেতে পারে। তবে এটি ভিন্ন একটি স্কলারশিপ, যা অনার্সে ভর্তি হওয়ার পরে দেওয়া হয় না—বরং এইচএসসি ফলাফলের ভিত্তিতে আগে থেকেই নির্ধারিত হয়।

অনার্স উপবৃত্তি কবে পাবো  ২০২৫

 ২০২৫ সালে অনার্সে উপবৃত্তির সম্ভাবনা?

বর্তমানে শিক্ষা বাজেট বৃদ্ধি পাওয়ায় অনেকেই আশা করছেন, ২০২৫ সাল থেকে হয়তো অনার্স পর্যায়েও নতুন করে উপবৃত্তির ব্যবস্থা চালু হতে পারে
তবে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় বা সরকারিভাবে এমন কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।

যদি ভবিষ্যতে অনার্সে উপবৃত্তি চালু হয়, তবে সেটা সরকারি বিজ্ঞপ্তি বা সংবাদ আকারে প্রকাশিত হবে।
আমরা তৎক্ষণাৎ তোমাদেরকে সেই তথ্য জানিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ:

আমরা সবাই চাই আরও বেশি শিক্ষার্থী যেন উপবৃত্তির সুযোগ পায়। এজন্য তোমাদেরকে সবসময় নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে খবর নেওয়ার পরামর্শ দিচ্ছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *