অনার্সের চূড়ান্ত ভর্তি বিষয়ক A-Z তথ্য

অনার্স ভর্তি পরীক্ষার্থীদের নতুন নোটিশ প্রকাশ

 

অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর,গুরুত্বপূর্ণ একটা নোটিশের অপেক্ষায় আমরা ছিলাম। কিন্তু সেই নোটিশটা অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং নোটিশটা প্রকাশের পর থেকে আমরা তেমন একটা এই নোটিশ রিলেটেড কোন আপডেট দেই নাই,কারণ কি? নোটিশ প্রকাশ হয়েছে শিক্ষার্থীরা নোটিশটা দেখবে এবং সে অনুযায়ী কার্যক্রম করবে।

ভর্তি পরীক্ষায় পাশ করেছি কি করণীয়? পাশ করি নাই কি করণীয়? দ্বিতীয় মেধা তালিকা কবে দিবে কিভাবে নিশ্চয়ন করতে হবে?  টাকা জমা দিতে হবে, নাকি আবার আবেদন করতে হবে, নাকি কলেজে যেতে হবে? কি করতে হবে কিছুই বুঝতে পারছি না। এবং নোটিসটা পাবলিশের পর নোটিসটাও অনেকে ভালোভাবে বুঝি না। দুই, একজন যা বুঝাচ্ছে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আজকে মূলত এই নোটিসের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত কবে কি করতে হবে বা কাদের জন্য কোনটা করতে হবে টোটালি এভরিথিং বুঝিয়ে দিব।

 তারিখ অনুযায়ী তোমরা কলেজে গিয়ে বা বাসায় বসে তোমাদের কার্যক্রমগুলো করতে পারো।  প্রথমত প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। NU Admission এর ওয়েবসাইটে নোটিসটা পাবলিশ হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা তারিখ দিয়েছে যে তোমাদের কবে কি করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট

 

১. এক নাম্বারে বলা হয়েছে-

 

“প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট  বিডি এডমিশন এপলাই লগিন অপশনে অনার্স লগিন লিংকে গিয়ে সঠিক অ্যাপ্লিকেন্ট আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে। এটা চলবে 28/06 25 তারিখে থেকে,পরবর্তী মাসের 15/07/ 2025 পর্যন্ত।”

অর্থাৎ অনলাইনে আমরা যারা কলেজ পেয়ে গেছি তাদের ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটা আমরা কিভাবে সংগ্রহ করব? ফর্ম সংগ্রহের প্রসেসটা একদমই ইজি। আমরা যেভাবে রেজাল্টটা চেক করেছি সেম প্রসেসে আমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে লগইন করতে হবে, লগিন করার পরবর্তীতে অনার্স লগিন লিংকে ক্লিক করতে হবে।

 ক্লিক করার পর সেখান থেকে এপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্মটা আমাদের পূরণ করে সাবমিট করতে হবে, এবং সাবমিট করা একটা কপি বের করে নিজের কাছে রেখে দিবে।  তুমি যখন ভর্তি হবে, তখন এই ফর্মটা নিয়ে যেতে হবে। টাকার সাথে ফর্মটা দিয়ে পরবর্তীতে তুমি ভর্তি হতে পারবে। এবং এই ভর্তির কার্যক্রম, বা ফর্ম তোলার যে কার্যক্রম, বা ফর্ম পূরণের যে কার্যক্রম, এটা চলবে 28/06 25 তারিখে থেকে,পরবর্তী মাসের 15/07/ 2025 পর্যন্ত।

 

ভর্তি পরীক্ষার নোটিশ

 

২. পরবর্তীতে দুই নাম্বারে বলা হয়েছে-

“প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবত ৫৬৫ টাকা সংশ্লিষ্ট কলেজে, (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেওয়ার তারিখ 29/6/2025 থেকে 16/07 2025 পর্যন্ত।”

এই ফিটা কিভাবে পেমেন্ট করবে? তুমি যদি সরাসরি কলেজে যাও, কলেজে গিয়ে পেমেন্ট করতে পারবে। অথবা বাসায় বসে কলেজের মোবাইল ব্যাংকিং এর যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ কলেজ বলেছে, বিকাশে বা নগদে টাকা দাও। তবে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে সরাসরি কলেজে গিয়ে টাকাটা জমাদান করা। 

যখনই আমরা আমাদের ভর্তি ফর্মটা অনলাইনে সাবমিটও করে দিলাম পরবর্তীতে টাকাটাও পেমেন্ট করলাম টাকা পেমেন্টের তারিখ হচ্ছে 29/6/2025 থেকে 16/07 2025 পর্যন্ত। এই তারিখের ভিতরে আমাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে। পরবর্তীতে কলেজ কর্তৃক আমাদের নিশ্চয়ন করবে, যাচাই বাছাই করবে সেই যাচাই টাইম হচ্ছে, আমাদের কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করার পরেই রেজাল্ট দিবে হ্যাঁ।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফল

 

৩.  তিন নাম্বারে বলা হয়েছে-

 

“পরবর্তীতে কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করন। শিক্ষার্থীদের কলেজ কর্তৃপক্ষের শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান, ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা, স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফ্রমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি, সনদপত্র, নম্বরপত্র অনুযায়ী যাচাই করে, চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। কোন শিক্ষার্থীকে ভর্তির ফ্রমে প্রদর্শিত তথ্য ও ছবিতে গড়মিল পরিলক্ষিত হলে, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে জমা রাখবে। স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে। 29/6/25 থেকে 20/7/25 পর্যন্ত।”

এটা হচ্ছে কলেজের বিষয়। যারা প্রথম তালিকায় স্থান পেয়েছে, একটা কলেজ পেয়ে গেছে এবং সেই কলেজে ভর্তি হতে চায়, এই টোটাল কার্যক্রমগুলো উপরের এক থেকে তিন নাম্বার পয়েন্ট পর্যন্ত যারা কলেজ পেয়েছে শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে, 

 আমরা যে অ্যাপ্লিকেশন সাবমিট করলাম এবং টাকাটা পেমেন্ট করলাম, কলেজ এখন আমাদের রিসিভ করবে। এই রিসিভ করাটাকেই বলে নিশ্চয়ন করা। কলেজ নিশ্চয়ন করলে  পরবর্তীতে চূড়ান্ত ভর্তি হওয়া যাবে। এই নিশ্চয়নের তারিখ হচ্ছে 29 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ 29/6/2025 থেকে 20/7/25 তারিখ। এর ভিতরেই কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চয়ন করবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সময়সূচি

 

৪. চার নাম্বারে বলা হয়েছে-

“সংশ্লিষ্ট কলেজকে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি
[৫৬৫/- (পাঁচশত পঁয়ষট্টি) টাকা হারে] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: 21/07/2025 থেকে 27/07/2025 পর্যন্ত।  এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) “রেজিস্ট্রেশন ফি” খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- ০২১৮১০০০০০১৩৪ উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। 21/07/2025 থেকে 27/07/2025 পর্যন্ত।”

 

এইটা আমাদের প্রয়োজন নাই।  কর্তৃপক্ষ আবার এই ফি থেকে কিছু অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি তাদের অংশটা বুঝিয়ে দিবে। যে আপনাদের খরচ এই যে এইটা আর এইটা আমরা দিয়ে দিলাম। এইটা আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন যারা আমরা চান্স পেয়েছি একটা কলেজ পেয়েছি তাদেরকে প্রথমে 28 তারিখ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। এটার একটা প্রিন্ট কপি রেখে দিতে হবে, বা বাকিটা সাবমিট করে দিতে হবে। পরবর্তীতে আরেকটা ডেটে আমাদের টাকা পেমেন্ট করতে হবে।  টাকা পেমেন্ট করার পর,কলেজ আমাদের যাচাই বাছাই করে রিসিভ করে দিবে,  আমাদের কার্যক্রম শেষ।

 আমাদের শুধুমাত্র ভর্তি হতে হবে। যারা আমরা কলেজ পাইনি বা একটা কলেজ পেয়েছি পছন্দ হয়নি অন্য কলেজে ভর্তি হতে চাই, তাদেরকে দ্বিতীয় মেধা তালিকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে দ্বিতীয় মেধা তালিকায় আমি আমার পছন্দের সাবজেক্টটা বা কলেজটা পাই কিনা। দ্বিতীয় তালিকায় না পেলে পরবর্তীতে  কোন না কোন ভাবে অবশ্যই তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top